সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : আই সি ডি এস কর্মীদের নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ থানায় প্রতিবাদ সভা করার ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল আইসিডিএস কর্মীদের বৈঠক। এদিন সন্ধ্যাবেলায় বৈঠকটি হয় বাঁকোলা সুভাষ কলোনির “কলরব” হলে। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী, দলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় সহ অন্যরা। ব্লকের সমস্ত আইসিডিএস সেন্টার গুলির পরিকাঠামোর উন্নয়ন, পড়াশুনোর ও খাবারের মান বৃদ্ধি সহ আইসিডিএস কর্মীদের সুবিধা-অসুবিধা, অভাব অভিযোগ নিয়েও এদিন আলোচনা হয় বলে জানান কিরিটি বাবু। এ দিনের বৈঠকে ব্লকের প্রায় সাড়ে চার’শ জন আইসিএল আইসিডিএস কর্মী যোগ দিয়েছিলেন বলে দলের সূত্রে জানানো হয়। বক্তৃতায় নরেন বাবু বলেন আইসিডিএস কর্মীদের নিয়ে ষড়যন্ত্র করছে বিরোধীরা। সংগ্রামী যৌথ মঞ্চের নামে আঁতাত করেছে সিপিএম বিজেপি। তাদের মুখোশ খুলে গেছে। কর্মীদের ভুল বুঝিয়ে বিভাজনের চেষ্টা করেছিল। আজকের সভাতে আইসিডিএস কর্মীদের উপস্থিতি প্রমাণ করছে কর্মীরা রয়েছে তৃণমূলের সাথেই।
আইসিডিএস কর্মীদের নিয়ে তৃণমূলের বৈঠক
RELATED ARTICLES