নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে এ রাজ্যের একশো দিনের প্রকল্পের শ্রমিকদের নিয়ে ধর্নায় বসবে তৃণমূল। দিল্লির সেই ধর্না কর্মসূচীতে যোগ দিতে আজ বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের একশো দিনের কর্মীরা রওনা দিতে শুরু করল। আজ দুপুরে তৃণমূলের বাঁকুড়া জেলা কার্যালয় থেকে একটি বাসে চড়ে রওনা দেন একশো দিনের কর্মীরা। তৃণমূল সূত্রে জানা গেছে বাসে করে এই কর্মীরা আজ কলকাতায় যাবেন। সেখান থেকে আগামীকাল ট্রেনে চড়ে দিল্লির উদ্যেশ্যে রওনা দেবেন একশো দিনের কর্মীরা। তৃণমূলের দাবী একশো দিনের কর্মীরা ছাড়াও দিল্লিতে তৃনমূলের এই বিক্ষোভ কর্মসূচীতে যোগ দেবেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য ও পদাধিকারীরা। সবমিলিয়ে শুধুমাত্র বাঁকুড়া জেলা থেকেই এই কর্মসূচীতে চারশোর বেশি মানুষ যোগ দেবেন বলে তৃনমূলের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত একশো দিনের কাজের প্রকল্পে বাঁকুড়া জেলা সহ এ রাজ্যের সবকটি জেলাতেই শ্রমিকদের মজুরি বকেয়া রয়েছে এক বছরেরও বেশি সময় ধরে। তাছাড়া এই প্রকল্পে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ রাখায় রাজ্যে একশো দিনের কাজের প্রকল্পে কাজ না পেয়ে চূড়ান্ত সমস্যায় পড়েছেন একশো দিনের শ্রমিকরা। অবিলম্বে সেই বকেয়া মজুরি প্রদান ও একশো দিনের কাজের প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়ার দাবীতে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে তৃণমূল।
