সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরের গ্যামন এলাকায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়। আর সেখানেই রয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন অনুমোদিত এসবিএসটিসি এমপ্লয়ীজ এ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের অফিস। বর্তমানে সেই ইউনিয়ন অফিসের দখল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ওই সংগঠনের দুটি গোষ্ঠী। উল্লেখ্য,গত ৫ জুলাই তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি প্রদানের একটি কর্মসূচি ছিল। তার আগের দিনই ইউনিয়ন অফিসের চাবি নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী নয়ন মালাকারের বিরুদ্ধে। চাবি চাইতে গেলে মারধরেরও অভিযোগ ওঠে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী বচ্চন সিংহের নেতৃত্বে কয়েকজনের বিরুদ্ধে। সেই ঘটনায় কোকওভেন থানা পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের কোষাধ্যক্ষ চন্দ্রনাথ মুখার্জীর অভিযোগ, “২০১৪ সালে আমাদের অনুমোদন দেওয়া হয়। তারপর থেকেই আমরা এই কার্যালয় চালাচ্ছি। সম্প্রতি আমাদের ইউনিয়ন অফিসের চাবি চাওয়া হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচি আছে বলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আমরা কোকওভেন থানার ওসির মধ্যস্থতায় তৃণমূল শ্রমিক কর্মী নয়ন মালাকারকে চাবি প্রদান করি। কথা ছিল সেই সন্ধাতেই সেই অফিসের চাবি ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু সেই চাবি আর ফেরৎ দেওয়া হয়নি। সেদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচিতে আমাদেরকে ডাকাও হয়নি। তারপর ওই চাবি চাইতে গেলে আমাদের কর্মীদের মারধর করে লোকসভা নির্বাচনের আগে বিজেপির ছত্রছায়ায় থাকা বচ্চন সিং। শেষমেষ আমরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে মেল মারফত অভিযোগ জানিয়েছি। এরপর আমরা বিধায়ক মদন মিত্রর কাছেও অভিযোগ জানাবো”। যদিও এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক বলেন, “যারা অভিযোগ করছেন তাদের পুনর্নবীকরণ না থাকায় বাতিল করা হয়েছে। এখন যাদের অনুমোদন রয়েছে তারাই ইউনিয়ন অফিস চালাবে”।
কার দখলে থাকবে ইউনিয়ন অফিস? দ্বন্দ্ব আইএনটিটিইউসিতে
RELATED ARTICLES