বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ কাঁকসা থানার অধীন গোপালপুরে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন। অভিযোগ এলাকার এক সুদের কারবারির বিরুদ্ধে। পবিত্র দাস নামে ওই তৃণমূল কর্মীকে মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ফোন করে নিজের বাড়িতে ডাকেন সুদের কারবারি শম্ভু দাস। বাড়িতে ডেকে নিয়ে এসে পবিত্রকে মারধর করা হয়। বাঁচার জন্য পবিত্র তাঁর বন্ধুদের ফোন করে ডাকে। কিন্তু বন্ধুরা পবিত্রকে খুঁজে পায় নি। রাত তিনটে নাগাদ শম্ভু দাসের ভাই পবিত্রর বাড়িতে ফোন করে। বলে পবিত্র মদ্যপ অবস্থায় তাদের বাড়ির সামনে পড়ে আছে। বাড়ির লোকেরা গিয়ে দেখেন আহত অবস্থায় পড়ে আছে পবিত্র। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পবিত্রকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে।
এরপর উত্তেজিত এলাকার বাসিন্দারা শম্ভু দাসের বাড়ি ভাঙচুর করে ও তাঁর গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এলাকা ছেড়ে পালিয়ে যায় শম্ভু দাসের পরিবার। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করার পর অভিযুক্ত শম্ভু দাসের বাড়ি তালাবন্ধ করে দেয়। পবিত্রকে পিটিয়ে খুন করার কারণ কি হতে পারে তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে শম্ভু দাসের কাছ থেকে মোটা টাকা সুদ নিয়েছিল পবিত্র। অথবা কোনও মহিলার সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কের জেরেও এই খুন হতে পারে বলে জানান এসিপি সুমন জয়সোয়াল। তবে তিনি বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। তারপরই জানা যাবে প্রকৃত কারন কি। জিজ্ঞাসাবাদ করা হবে পরিবারের লোকেদের।