Saturday, August 30, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গটোটোর সমস্যা নিয়ে বৈঠকে মিলল না সমাধান সূত্র

টোটোর সমস্যা নিয়ে বৈঠকে মিলল না সমাধান সূত্র

সংবাদদাতা,দুর্গাপুরঃ বেআইনি টোটোয় ভরে উঠেছে দুর্গাপুরের বাজার হাট, রাস্তাঘাট। তাদের নির্দিষ্ট কোনো স্ট্যান্ড যেমন নেই,তেমনই নেই কোনো নির্দিষ্ট রুটও। তাই সারাদিন ধরে শহরের ও বাজারের যে কোন জায়গা থেকে তারা যাত্রী তুলে গন্তব্যে পৌঁছে দেয়। এর ফলে দিনের পর দিন মিনিবাসের যাত্রী কমে যাচ্ছে। অনেকটা একই অবস্থা দুর্গাপুরের অটো চালকদেরও। তারাও একই অভিযোগ করেছে। এই পরিস্থিতিতে অবিলম্বে অবৈধ তথা বেআইনি টোটোর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানিয়ে সোমবার থেকে হটাৎই অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করে দেয় মিনিবাস ও অটো চালকরা। আগাম না জানিয়ে এভাবে পরিষেবা বন্ধ রাখার ফলে পথে নেমে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় সাধারন ও নিত্যযাত্রীদের। এই পরিস্থিতিতে বুধবার দুর্গাপুরের মহকুমা প্রশাসনের তরফে মিনিবাস মালিকদের আলোচনায় ডাকা হয়। সেখানে দুর্গাপুর ট্রাফিক গার্ড সহ আঞ্চলিক পরিবহন বিভাগের আধিকারিকরাও ছিলেন। কিন্তু প্রায় দেড় ঘন্টার বৈঠকে নির্দিষ্ট কোনো সমাধান সূত্র মেলেনি বলে জানা গেছে। মিনিবাস মালিক সংগঠনের সম্পাদক অলক চট্টোপাধ্যায় ক্ষোভের সঙ্গেই জানিয়েছেন,প্রশাসনের তরফে কেবল আশ্বাস দেওয়া ছাড়া কোনো পদক্ষেপ নেওয়ার উদ্যোগ দেখা যাচ্ছে না। এবিষয়ে দুর্গাপুরের আঞ্চলিক পরিবহন আধিকারিক দেবাশীষ ঘোষ বলেছেন,মানুষকে দুর্ভোগ থেকে রক্ষার জন্য বাস ধর্মঘট প্রত্যাহারের আবেদন করা হয়েছে। সেই সঙ্গে টোটোর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে অবশ্যই যথাযথা ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। বৈঠকে থাকা দুর্গাপুর ট্রাফিক গার্ডের এসিপি রাজকুমার মালাকার বলেছেন,মিনিবাস পরিষেবা চালু রেখেই বেআইনি টোটো নিয়ে সমস্যা মেটানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments