Saturday, November 23, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হল ট্রমা কেয়ার সেন্টার

দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হল ট্রমা কেয়ার সেন্টার

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ বিগত সময় দুর্গাপুর এবং আশপাশ এলাকায় নতুন নতুন জনবসতি বৃদ্ধির সঙ্গেই বেড়েছে জনসংখ্যা। আর সেই সঙ্গেই বেড়েছে বিধাননগরের দুর্গাপুর মহকুমা হাসপাতালের উপর রোগির চাপ। তাই বিগত সময়ে সাধারন মানুষকে আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার দুর্গাপুর মহকুমা হাসপাতালে এখানে আনা হয়েছে একাধিক আধুনিক মেশিনপত্র। এবার সেই তালিকায় যুক্ত হয়ে গেল অত্যন্ত প্রয়োজনীয় আধুনিক একটি ট্রমা কেয়ার সেন্টার। এই ট্রমা কেয়ার সেন্টার তৈরীতে খরচ হয়েছে ৬৮ লক্ষ  টাকা। প্রসঙ্গত,বর্তমানে জাতীয় সড়ক সহ দুর্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যেমন দুচাকা ও চারচাকা গাড়ির সংখ্যা বেড়েছে,তেমনই প্রায় ছোটবড় পথ দুর্ঘটনাও ঘটে চলেছে। সেই সব দুর্ঘটনায় গুরুতর আহতদের এবার এই ট্রমা সেন্টারে চিকিৎসা করতে বিশেষ সুবিধা হবে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার ধীমান মন্ডল। তিনি আরও জানান,আগেও এই চিকিৎসা এখানে হতো তবে এবার আরও উন্নতমানের পরিষেবা পাওয়া যাবে। রবিবার এই উদ্বোধন করেন রাজ্যের  পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ,এডিডিএর চেয়ারম্যান ও মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত,মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। কবি দত্ত বলেন,এই হাসপাতালে চিকিৎসা পরিষেবার সবরকম ব্যবস্থা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments