সার্থককুমারদে,অন্ডালঃ তাইকুন্ডো ক্যারাটা ধ্যান জ্ঞান অষ্টদর্শী জ্যোতি সাহুর। ইতিমধ্যে জিতেছে জাতীয়,আন্তর্জাতিক পদক। জ্যোতির লক্ষ্য দেশের হয়ে অলিম্পিক গেমসে পদক জয় করা। অষ্টদশী জ্যোতি সাহু,কলেজে পড়াশোনার পাশাপাশি তার ধ্যান,জ্ঞান তাইকুন্ডো ক্যারাটে। মা,ভাই,বোন সহ জ্যোতির পরিবার থাকে ইসিএলের বাকোলা এরিয়া এক নম্বর সাইডিং এলাকায়। বাবা গত হয়েছেন ২০১৪ সালে। গত বছর উখরা আদর্শ হিন্দি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে চলতি বছর জ্যোতি পড়াশোনার জন্য ভর্তি হয়েছে আসানসোলের বি,বি কলেজে। কলা বিভাগের পাশাপাশি জ্যোতির বিষয় রাষ্ট্রবিজ্ঞানে অনার্স। তবে শুধু পড়াশোনা নয় জ্যোতি সমান পারদর্শী তাইকুন্ডো ক্যারাটেতেও। স্কুলে পড়ার সময় থেকেই ক্যারাটেতে তালিম নেওয়া শুরু। মাত্র ছ’বছর বয়সেই স্কুল কাউন্সিল গেমসে যোগ দেয় জ্যোতি। তাইকুন্ডো খেলাতে জিতে নেয় গোল্ড মেডেল। ২০১৭-১৮ ও ১৯ সালে পরপর তিনবার রাজ্যস্তরের প্রতিযোগিতায় পায় সোনার পদক। ২০১৮ ও ২০১৯ সালে সোনার পদক এসেছে জাতীয় স্তরের প্রতিযোগিতা থেকেও। তবে এখানেই থেমে থাকেনি জ্যোতির সাফল্য। ২০২২ সালে জ্যোতি যোগ দেয় ইন্দো-নেপাল আন্তর্জাতিক তাইকুন্ডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায়। ২০২২ সালের ২১ নভেম্বর ওই প্রতিযোগিতার আসর বসে দিল্লির তালকোটারা স্টেডিয়ামে। সেখানে অন্যান্য প্রতিযোগীদের পরাজিত করে জ্যোতি জিতে নেয় সোনার পদক। আন্তর্জাতিক সাফল্য ও প্রতিভার কারণে বিশেষ সম্মান পায় জ্যোতি। ১৪ আগস্ট কন্যাশ্রী দিবসে কলকাতার ধনধান্য স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জ্যোতির হাতে তুলে দেন বিশেষ স্মারক সম্মান। সম্মান নিয়ে ফেরার পর উখড়া আদর্শ হিন্দি হাই স্কুলের পক্ষ থেকেও জ্যোতিকে দেওয়া হয় সম্বর্ধনা। জ্যোতি জানান, উচ্চশিক্ষার পাশাপাশি তাইকুন্ডো ক্যারাটে খেলা চালিয়ে যেতে চাই। অলিম্পিক গেমসে দেশের তাইকুন্ডো দলে সুযোগ পেয়ে দেশের জন্য পদক জয় করে আনাই এখন লক্ষ্য জ্যোতির।
জ্যোতির লক্ষ্য দেশের হয়ে অলিম্পিকে পদক জয়
তাইকুন্ডো ক্যারাটা ধ্যান জ্ঞান অষ্টদর্শী জ্যোতি সাহুর। ইতিমধ্যে জিতেছে জাতীয়,আন্তর্জাতিক পদক। জ্যোতির লক্ষ্য দেশের হয়ে অলিম্পিক গেমসে পদক জয় করা।
RELATED ARTICLES