নিজস্ব সংবাদদাতা, বর্ধমান,৮ মে: বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে কালনার ধাত্রীগ্রামে জনসভা অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী (দেব)-এর। দেবের জনসভা কে কেন্দ্র করে উপচে পরা ভীড় দেখা যায় ধাত্রীগ্রামে।ঘরের মেয়ে তথা বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ শর্মিলা সরকার নাম ঘোষনার পর থেকেই নিবিড় জনসংযোগ করে চলেছেন। শুধু তাই নয় প্রচারের ব্যস্ত সময় থেকে সময় বার করে তাকে একাধিক এলাকায় মানুষের চাহিদা অনুযায়ী চিকিৎসা পরিষেবাও দিতে হচ্ছে।তার সমর্থনে ইতিমধ্যেই জননেত্রী মমতা বন্দোপাধ্যায় থেকে অভিষেক বন্দোপাধ্যায় একাধিক কর্মসূচীতে অংশ নিয়েছেন। শুধু তাই নয় দলের দুই বর্ষিয়ান নেতা মন্ত্রী স্বপন দেবনাথ এবং বিধায়ক তথা জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মাটি কামড়ে পরে আছেন। এরই মাঝে বুধবার ধাত্রীগ্রামে প্রচারে এসে ঝড় তুলে দিয়ে গেলেন অভিনেতা তথা বিদায়ী সাংসদ দেব। মন্ত্রী স্বপন দেবনাথ ও প্রার্থী শর্মিলা সরকারের উপস্থিতিতে দেব এদিন আগাগোড়ায় ছিলেন বাংলা বিরোধীদের বিরুদ্ধে সরব। এদিনের জনসভাকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো চোখে পরার মতো। এদিন দেব একপ্রকার আশঙ্কা প্রকাশ করে জানান, যেকোনো সময় কেশপুরে খুন হতে পারে। বিজেপি কর্মী খুন করে সন্ত্রাস করতে পারে। এটা শুধু বিজেপি কর্মী না, যেকোনো ভাবে সন্ত্রাস করতে চাইছে, সেটা টিএমসিকেও খুন করতে পারে, এই খবরটা আমাদের কাছে এসেছে এবং এই অভিযোগটা আমরা এখানকার লোকাল থানাকেও জানিয়েছি। এসপিকেও জানিয়েছি এবং এই খবরটা আমি চাই এটা ভুল হোক।মানুষ শান্তিতে যেন থাকতে পারে এবং অশান্তি যেন না হয় কিন্তু কোথাও যেন যেভাবে উঠে পড়ে লেগেছে সেই জন্য কোনোভাবে আমরা চান্স নিতে চাই না। ঘাটালের প্রত্যেকটা মানুষ আমার মানুষ, যে বিজেপি করে,যে কংগ্রেস করে,যে সিপিএম করে বা যে তৃণমূল করে প্রত্যেকে আমারই মানুষ, দেশের মানুষ, আমার এই রাজ্যের মানুষ। সবারই বেঁচে থাকার অধিকার আছে। জিতি বা হারি কোন ফ্যাক্টর করে না আমার কাছে গুরুত্বপূর্ণ হলো মানুষকে বাঁচিয়ে রাখা। একই সাথে এদিন ধাত্রীগ্রামের উপস্থিতি দেখে দেব জানান বর্ধমান পূর্ব আসনে আমরা ব্যাপক ভোটে জিতেছিলাম এবার সেই মার্জিন দ্বিগুণ হবে।
তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে কালনার ধাত্রীগ্রামে জনসভায় অভিনেতা দেব
RELATED ARTICLES