নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ দু রাত, তিনদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট আর জলের সমস্যায় ভুগছেন বর্ধমানের একটি অভিজাত আবাসনের বাসিন্দারা। কয়েক বছর আগেই বিবেকানন্দ কলেজের কাছে এই বহুতল আবাসন তৈরি হয়। বাসিন্দাদের অভিযোগ, তারা নানাভাবে বঞ্চিত।এখানকার বাসিন্দা অদিতি গায়েন বিশ্বাসের অভিযোগ, গত তিনদিন তাদের এখানে বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। এই প্রবল গরমে তারা নাজেহাল। বয়স্ক বা শিশুদের কাহিল অবস্থা। এই নিয়ে কর্তৃপক্ষের কোনো সাড়া তারা পান নি। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রাজস্থানে আছেন। তাকে ধরা যাচ্ছে না। আর এক বাসিন্দা প্রশান্ত ব্যানার্জি জানান, এখানে কোনো পরিষেবা ঠিক নেই। স্টেট ব্যাংক কেনার সময় তাদের আশ্বস্ত করেছিল। তার অভিযোগ ব্যাংক তাদের প্রতারিত করেছে। আর এক বাসিন্দা প্রত্যুষা ঘোষের অভিযোগ, এখানে জলের ব্যবস্থা নেই। বিদ্যুৎ থাকে না। খেলার জায়গার অবস্থা খুব খারাপ। ফাইভ স্টার বলে বিজ্ঞাপন দিয়ে এই করুন হাল।
বিদ্যুৎ ও জলের সমস্যায় ভুগছেন বর্ধমানের একটি অভিজাত আবাসনের বাসিন্দারা
RELATED ARTICLES