টিভি ৭ নিউজ ডেস্ক,৪ মে: এক্সিট পোল এবং বুথ ফেরৎ সমীক্ষা – সব কিছুকে পিছনে ফেলে সারা দেশে বিজেপিকে জোর ধাক্কা দিয়ে এগিয়ে চলেছে ইন্ডিয়া জোট। সেই ধারা বজায় রেখেই বাংলায় বিজেপিকে কার্যত কোণঠাসা করে সিংহভাগ আসনেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। প্রতিটি রাউন্ডেই ব্যবধান বাড়িয়ে এগিয়ে যায় তৃণমূল প্রার্থীরা। গত ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল ২২ টি এবং বিজেপি ১৮ টি আসন পেয়েছিল। কিন্তু এবার বাংলার আকাশ পুরোপুরি সবুজ।
দুপুর ২ টো পর্যন্ত গণনার ট্রেন্ডে ৩০ টির বেশি আসনে জয়ের দিকে এগোচ্ছে মমতা অভিষেকের দল। চারিদিকে জয় বাংলা ধ্বনি আর পাড়ায় পাড়ায় সবুজ আবিরের খেলায় মেতেছে তৃণমূল কর্মী সমর্থকরা। পশ্চিম বর্ধমান জেলার তিনটি লোকসভা আসনেই জয়ের মুখে তৃণমূল। আসানসোল কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষের থেকে অনেকটা ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। অন্যদিকে বর্ধমান পূর্ব কেন্দ্রেও তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার প্রায় জয়ের মুখে।
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের গণনা হচ্ছে ইউআইটিতে। সেখানে সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উল্লাস
দেখা যায়। আসানসোল ও দুর্গাপুর খনি শিল্পাঞ্চলেও সবুজ আবিরের খেলায় মেতেছে তৃণমূল কর্মী সমর্থকরা।
বিজেপিকে ইন্ডিয়ার জোর ধাক্কা,বাংলায় সবুজ ঝড়
RELATED ARTICLES