সাথী প্রামানিক, পুরুলিয়া, ৮ ফেব্রুয়ারি: অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করার দায়ে যাবজ্জীবন সাজা হল স্বামীর। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতের তৃতীয় কোর্টের অতিরিক্ত দায়রা ও জেলা জজ সৌমেন সরকার মৃতার স্বামী পুরুলিয়া মফস্বল থানার জলেশ্বর গ্রামের বাসিন্দা মহঃ এহসানের বিরুদ্ধে এই সাজার সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন। এছাড়া জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাস কারাদণ্ড সাজা ঘোষণা করেন তিনি। খুনের ঘটনাটি ঘটে ২০১৫ সালের ২৯ মার্চ। মৃতার নাম রাজিয়া খাতুন (২২)। ২০১৪ সালের ৭ ডিসেম্বর আদ্রার লোয়ার বেনিয়াশোলের বাসিন্দা রাজিয়া খাতুনের বিয়ে হয় পুরুলিয়া মফঃস্বল থানার জলেস্বর গ্রামের মহঃ এহসানের সঙ্গে। মামলার সরকার পক্ষের আইনজীবী ভৃগুরাম মাহাতো বলেন, বিয়ের পর থেকে অতিরিক্ত পণের দাবীতে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন মেয়ের উপর শারীরিক নির্যাতন শুরু করে। অতিরিক্ত পণের টাকা না দিতে পারায় রাজিয়াকে তাঁর স্বামী লোহার রড দিয়ে পিটিয়ে খুন করে। সেই মামলার রায়ে এদিন মৃতার স্বামীকে খুনের দায়ে সাজা ঘোষণা করেন বিচারক।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করার দায়ে যাবজ্জীবন সাজা স্বামীর
RELATED ARTICLES