Saturday, August 30, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাঁকোলায় খনিগর্ভে জল ঢুকে মৃত্যু হল এক শ্রমিকের

বাঁকোলায় খনিগর্ভে জল ঢুকে মৃত্যু হল এক শ্রমিকের

দুর্গাপুর,২০ আগস্টঃ খনিগর্ভে ফের দুর্ঘটনা। বুধবার ভোরের দিকে কাজ চলার সময় খনিগর্ভে জল ঢুকে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে ইসিএলের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর খনিতে। মৃত শ্রমিকের নাম বিবেককুমার মাঝি। জলের তোড়ে আরও চারজন শ্রমিক নিখোঁজ হয়ে যায়। যদিও পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে শ্রমিকমহলে। জানা গিয়েছে,এদিন ভোরে শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে কাজে নেমেছিলেন শ্রমিকরা। কোলিয়ারির ১৬ নম্বর ফেসের ১৯ নম্বর লেভেলে হঠাৎ করেই ঘটে ভয়ংকর দুর্ঘটনাটি। দেওয়ালে গর্ত করার সময় পাশের স্টপিং দেওয়াল ভেঙে হুড়মুড়িয়ে জল ঢুকতে থাকে। এদিকে কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় একটি বেসরকারি সংস্থার ৯ জন কর্মী কাজ করছিলেন। সেই বিপুল পরিমাণ জলের তোড়ে প্রাণপণ বেরিয়ে আসার চেষ্টা করলেও ভেসে যান পাঁচ কর্মী। এই ঘটনায় দ্রুত খবর দেওয়া হয় কর্তৃপক্ষকে। শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে ভেসে যাওয়া কর্মীদের রক্ষা করার জন্য দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ কয়েক ঘণ্টা চেষ্টার পর অবশেষে চার জন শ্রমিককে উদ্ধার করা হয়। কিন্তু খুঁজে পাওয়া যায়নি একজনকে। শেষপর্যন্ত খনির ভিতর থেকেই উদ্ধার হয় বিবেককুমার মাঝির মৃতদেহ। শ্রমিকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন শ্রমিক সংগঠনের নেতারা। তাঁদের দাবি, দিনের পর দিন ঝুঁকিপূর্ণ এই কাজে শ্রমিকদের কোনো নিরাপত্তার ব্যবস্থা করে না ইসিএল কর্তৃপক্ষ। ফলে বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments