সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ ২৮ জুলাই বিশ্ব ‘হেপাটাইটিস বি’ দিবস। এই উপলক্ষে শনিবার নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকায় পদযাত্রা করা হয়। স্কুল থেকে পদযাত্রাটি শুরু হয়ে গ্রামের বিভিন্ন পাড়া ঘুরে শেষ হয় স্কুলে এসে। পদযাত্রায় স্কুলের পড়ুয়াদের পাশাপাশি এলাকার আশা কর্মী,অঙ্গনওয়াড়ি কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান সতন সৌমন্ডল,জেলা পরিষদের সদস্য সুনীতি মন্ডল সহ অন্যরা। স্কুলের প্রধান শিক্ষক অরুন কুমার দাঁ জানান, হেপাটাইটিস বি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে আগামী ১৪ দিন বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করার নির্দেশ রয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন পদযাত্রা করা হয়। উল্লেখ্য,হেপাটাইটিস হল এমন একটি রোগ যা লিভারকে সম্পূর্ণ রূপে খারাপ করে দিতে পারে। যেহেতু লিভার শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই হেপাটাইটিস নামক রোগটি নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ আছে। হেপাটাইটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য প্রতি বছর ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়।১৯৬৭ সালে ডঃ বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ প্রথম হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন। শুধু তাই নয়, তিনি প্রথম হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি করেন যার জন্য তিনি নোবেল পুরস্কারে পুরস্কৃত হন। ২৮ জুলাই এই মহান ব্যক্তিত্বের জন্মদিন আর তাই প্রতি বছর ব্লুমবার্গের অবদানকে স্মরণ করার জন্যই পালন করা হয় বিশ্ব হেপাটাইটিস দিবস।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে পদযাত্রা
RELATED ARTICLES