প্রণয় রায়,দুর্গাপুরঃ প্রাথমিকভাবে যারা ব্যায়াম করতে গিয়ে পেশী সংকোচনের আঘাতে ভুগত তাদের ফিজিক্যাল থেরাপি দেওয়া হতো।১৯১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রিট কলেজ ফিজিওথেরাপি শিক্ষা কার্যক্রম চালু হয়। ১৯৯৬ সাল থেকে প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করা হয়। এই দিনটি উনিশশো একান্ন সালে ফিজিওথেরাপি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী দিবসকে স্মরণ করে প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করা হয়। ২০২৫ সালের থীম হল স্বাস্থ্যকর বার্ধক্য পতন ও দুর্বলতা প্রতিরোধ। ফিজিওথেরাপি দিবস পালন করার উদ্দেশ্য জীবনের সকল স্তরে ফিজিওথেরাপি কিভাবে মানুষকে সক্রিয় ও সুস্থভাবে বাঁচতে সহায়তা করে ও এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য পালন করা হয়।ফিজিওথেরাপির লক্ষ্য হলো ব্যথা উপশম করা দুর্বল পেশীকে সবল করা এবং সুস্থ জীবনের নিদান দেওয়া। ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় আহত সেনাদের চিকিৎসার জন্য মারি ম্যাক মিলান কিছু শারীরিক কৌশল ব্যবহার করেছিলেন। তিনি শিখেছিলেন ফিজিক্যাল এক্সারসাইজ শরীরের অস্বাভাবিক পরিস্থিতিকে স্বাভাবিক করে। তিনি প্রথম বিশ্বযুদ্ধে ১৯১৮ সালে মার্কিন সেনাবাহিনীতে যোগদান করার পর ওয়াল্টার রিড হাসপাতালে যোগ দেন এবং সেখানকার নার্সদের যুদ্ধ আঘাত প্রাপ্ত সেনাদের কিভাবে চিকিৎসা করে সুস্থ করতে হবে সেই বিষয় তাদের শিক্ষা প্রদান করেন। তিনি বিভিন্ন রকম ম্যাসেজ প্রক্রিয়া জানতেন যা সেনাদের সুস্থ করে তোলে। তাকে সহযোগিতা করে সেখানকার নার্সগণ। এই শারীরিক থেরাপি সংক্রান্ত ব্যায়ামে অনেক সেনা সুস্থ হয়। তাকে বলা হয় ফিজিওথেরাপি জননী। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন অফ দুর্গাপুর চতুরঙ্গ ময়দান সংলগ্ন সিটি সেন্টারের নন কোম্পানি হাউজিং এসোসিয়েশন ও নন্ কোম্পানি রিক্রিয়েশন ক্লাবে এক ফিজিওথেরাপি চিকিৎসা শিবিরের আয়োজন করে। অনুষ্ঠানের প্রথমার্ধে ফিজিওথেরাপি সংক্রান্ত সেমিনারের আয়োজন করা হয়। এখানে বক্তা ছিলেন ডিএসপি হাসপাতালের কনসালটেন্ট অর্থোপেডিক ডাঃ প্রিয়াংক শাহু ও ফিজিওথেরাপিস্ট পল্লব চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপির ফিজিওথেরাপি বিভাগের এজিএম তপন বাদ্যকর, সাংবাদিক কাঞ্চন সিদ্দিকী, দুর্গাপুরের প্রাক্তন মেয়র রথীন রায়, ডাঃ সতীশ কুমার, ডা: বিকাশ মণ্ডল, নন কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি পরমানন্দ চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় ও রণজিত গুহ, ডাঃ শর্মিষ্ঠা দাস প্রমূখ। ফিজিওথেরাপিস্ট ডা.তপন বাদ্যকরবলেন, এই সোসাইটি বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সুস্থ থাকার নিদান দেয়। বর্তমানে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চিকিৎসা। বাতজনিত রোগ,দুর্ঘটনা গ্রস্থ রোগীদের সুস্থ রাখতে ফিজিওথেরাপি বিভাগের গুরুত্ব অপরিসীম। ডাক্তার প্রিয়াংক সাহু মানুষের হাড়ের যাবতীয় রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে এ প্রশ্নোত্তর সভায় অংশ নেন। দুর্ঘটনা জনিত কারণে ভুক্তভোগী রোগী সহ বিভিন্ন ধরনের বাত ব্যাধি,হাঁটু ব্যথা কোমরের ব্যথা ঘাড়ে ব্যথা ইত্যাদি রোগে চিকিৎসকের চিকিৎসা যেখানে পরিসমাপ্ত হয় সেখান থেকেই শুরু হয় ফিজিওথেরাপিস্টদের চিকিৎসা। নন কোম্পানি রিক্রেশন ক্লাবে ফিজিওথেরাপি চিকিৎসা সংক্রান্ত এই শিবিরে ১০০ জনেরও বেশি রোগী উপস্থিত ফিজিওথেরাপিস্ট দের কাছে বিভিন্ন চিকিৎসা নেন। বোন মিনারেল ডেনসিটি যন্ত্রে হাড়ের ঘনত্ব ও ক্যালসিয়ামের ঘাটতি পরিমাপ ও ডায়াবেটিস এর পরিমাপ নিরূপণ করতে ভাইব্রেশন পার্সেপশন টেস্ট করা হয় এই শিবিরে। প্রায় ১২৫ জন রোগী এই শিবিরে অংশ নেন।