বিশেষ প্রতিনিধিঃ ২০২৫ এর ৩০ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের বিশ্ব পুলিশ ও অগ্নি নির্বাপক গেমস। এই প্রতিযোগিতায় মোট ৬৪টি পদক জিতে দেশকে গর্বিত করেছে ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী তথা সিআইএসএফ। তারা মোট ছয়টি ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিটি বিভাগেই অসাধারণ পারফর্মেন্স করেছে। তাদের এই সাফল্যে ভর করে মোট ৫৬০টি পদক জিতে এই বিশ্ব প্রতিযোগিতায় পদক তালিকায় তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে ভারত। হরিয়ানার সিআইএসএফ ক্রীড়াবিদরা কুস্তিতে সমস্ত স্বর্ণপদক জিতেছেন। বিজয়ীদের মধ্যে ছিলেন সানি কুমার,অজয় ডাগর, হরিশ, মোহিত এবং অভিমন্যু। মহিলা সহকারী উপ পরিদর্শক রিনু ১০ কিলো মিটার ক্রস-কান্ট্রি, ৫,০০০ মিটার, ১০,০০০ মিটার, হাফ ম্যারাথন এবং হাফ ম্যারাথন দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। এছাড়াও ১,৫০০ মিটারে রৌপ্যপদক জিতেছেন তিনি। আন্তর্জাতিক এই গেমসে দেশের সেরা নিরাপত্তা বাহিনীর ক্রীড়াবিদরা ভারতের বিভিন্ন রাজ্য থেকে অংশ নিয়েছিলেন। হরিয়ানা ছাড়াও রাজস্থান, বিহার,উত্তর প্রদেশ,ত্রিপুরা,কেরালার প্রতিযোগিরাও ভালো করে ভারতবর্ষকে গর্বিত করেছেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ফিটনেস,শৃঙ্খলা এবং উৎকর্ষতাকে উৎসাহিত করে চলেছে এবং বিশ্ব পুলিশ এবং অগ্নিনির্বাপণ গেমসে তাদের পারফরম্যান্স বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। চলতি বছরের এই প্রতিযোগিতায় ৭০ টিরও বেশি দেশের ১০,০০০ এর বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিলেন।
বিশ্ব পুলিশ ও ফায়ার সার্ভিস গেমসে সিআইএসএফ ৬৪টি পদক জিতেছে,ভারতের স্থান তৃতীয়
RELATED ARTICLES