প্রণয় রায়,দুর্গাপুর,২৩ মার্চঃ পশ্চিম বর্ধমান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ও দুর্গাপুর ফিটনেস একাডেমির পরিচালনায় বেনাচিতি সংলগ্ন দেশবন্ধু নগরের দুর্গা মন্দিরে আয়োজিত হল প্রয়াতা যোগ বিশারদ ঝর্ণা মিত্র স্মরণে তেত্রিশতম উন্মুক্ত মহকুমা যোগাসন প্রতিযোগিতা – ২০২৫। প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় সহ যোগাসনের সঙ্গে যুক্ত বিভিন্ন যোগবিদরা। সংবর্ধনার উত্তরে শ্রীমতী মুখোপাধ্যায় জানান, “তিনি এই অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হন। বর্তমানের দ্রুত ও কায়িক পরিশ্রম বিহীন জীবন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে মানুষ নানা রকম অসুখে ভোগে। পড়াশুনার চাপে শিশুরা খেলাধুলোর সময় পায় না। এর ফলে শিশুরা সুষ্ঠুভাবে বেড়ে উঠছে না। কিন্তু প্রতিদিন নিয়মিত কিছু সময় খেলাধূলা ও যোগ ব্যায়াম করলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় ও সুস্থ নীরোগ জীবনের অধিকারী হওয়া যায়”। দেশবন্ধু নগরের দুর্গা মন্দিরে আয়োজিত সারাদিন ধরে চলা এই প্রতিযোগিতায় চার বছর বয়সী শিশু থেকে ৭০ বছর বয়সী পুরুষ ও মহিলা অংশ নেন। এই প্রতিযোগিতা ঘিরে এই এলাকায় উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অসাধারণ দেহ ভঙ্গিমা ও যোগাসন প্রদর্শন করে সবার সেরা মহিলা প্রতিযোগী হিসেবে বিবেচিত হন সন্বিতা ব্যানার্জি ও দ্বিতীয় সেরা মহিলা প্রতিযোগী হিসেবে বিবেচিত হন অনিস্মা মুখার্জী। সেরা পুরুষ প্রতিযোগী হিসেবে বিবেচিত হন সায়ন বাউরী। দলগত চ্যাম্পিয়ন হয় দুর্গাপুর একাডেমি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে বর্ধমান যোগা সেন্টার ও তারা যোগা সেন্টার। এই প্রতিযোগিতার অন্যতম প্রধান উদ্যোক্তা দুর্গাপুর ফিটনেস একাডেমীর তরুণ মুখোপাধ্যায় জানান, এই প্রতিযোগিতায় মোট সাড়ে তিনশ জন শিশু কিশোর তরুণ তরুণী ও বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলারা মোট আঠারোটি বিভাগে অংশ নেন। দুর্গাপুরে পশ্চিম বর্ধমান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় তিরিশটিরও বেশি যোগাসন ক্লাব যোগ ব্যায়ামের প্রশিক্ষণ দিয়ে চলেছে বলেও জানান তিনি।
দুর্গাপুরে উন্মুক্ত মহকুমা যোগাসন প্রতিযোগিতা
RELATED ARTICLES