Monday, March 10, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরের বিয়েবাড়িতে বর ও কনে পক্ষের মারামারিতে যুবকের মৃত্যু

দুর্গাপুরের বিয়েবাড়িতে বর ও কনে পক্ষের মারামারিতে যুবকের মৃত্যু

দুর্গাপুর,৯ মার্চঃ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভামবে কলোনিতে এক বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারমারির ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার প্রায় মাঝরাতে। জানা গেছে,গান চালানো নিয়ে শুরু হয় বচসা। নাচের ফ্লোরে একটি গান চলছিল,যেটা বর পক্ষের লোকজনদের পছন্দ হচ্ছিল না বলে তারা সেই গান পরিবর্তন করতে বলে। কিন্তু কনে পক্ষের এক যুবক তা মানতে রাজি হয়নি। এনিয়েই দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি থেকে মারামারি শুরু হয়। বিয়েবাড়িতে ব্যাপক ভাঙচুর চলে। এরপরই ওই যুবককে বরপক্ষের বেশ কিছু লোক মারতে মারতে পাশের একটি জায়গায় নিয়ে যায়। খানিক পরেই গুলি চালানোর আওয়াজ হয় বলে কনে পক্ষের লোকজনেরা অভিযোগ করেছেন। সেই গুলিতেই নাকি সম্পর্কে কনের ভাই ১৮ বছরের যুবক আর্টিস্ট বেদ এর মৃত্যু হয়েছে। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের রবিবার দুর্গাপুর আদালতে তোলা হলে তাদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশে দেওয়া হয়েছে।  কনের বাবা জাদুকর বেদ দাবি করেছেন, ‘‌আর্টিস্ট বেদকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বেদ। এই যুবক বেদ সম্পর্কে কনের ভাই।’‌ এবিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় বলেছেন, ‘গুলি চালানো হয়নি। মৃত যুবকের বুকে কোপানোর চিহ্ন রয়েছে। ধারাল কোনও অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আরও কেউ জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’ হটাৎ ঘটে যাওয়া এই ধরনের ঘটনায় গোটা ভামবে কলোনিতে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশের পক্ষ থেকে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments