সংবাদদাতা,পুরুলিয়াঃ শতায়ু প্রবীণা হরিমতী বন্দ্যোপাধ্যায়কে জাতীয় নির্বাচন কমিশন সম্বর্ধনা জানালো। পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২ ব্লকের মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের অধীন ধানাড়া গ্রামের বাসিন্দা হরিমতী বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বয়সে সেঞ্চুরি করেছেন। এগারো সন্তানের মা তিনি। এখনো একান্নবর্তী পরিবারে থাকেন। এই বয়সেও খালি চোখেই সব দেখতে পান। চশমা কী জিনিস তা জানেন না। দেশ স্বাধীন হওয়ার খবর আসতেই তিনিও আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন তৎকালীন সময়ে। প্রচারের আড়ালে থাকা স্বাধীনতা সংগ্রামের সাক্ষী হরিমতী বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি তাঁর বাড়িতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সম্বর্ধনা জানান হয়। তাঁর হাতে ফুলের স্তবক ও মানপত্র তুলে দেন রঘুনাথপুর ২ ব্লকের জয়েন্ট বিডিও শুভদীপ বৈদ্য, রঘুনাথপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি রিম্পা চক্রবর্তী,জেলা পরিষদের সদস্য অভিজিৎ মুখার্জী সহ অন্যান্যরা।
পুরুলিয়ার শতায়ু প্রবীণাকে নির্বাচন কমিশনের সম্বর্ধনা
শতায়ু প্রবীণা হরিমতী বন্দ্যোপাধ্যায়কে জাতীয় নির্বাচন কমিশন সম্বর্ধনা জানালো
RELATED ARTICLES