নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ শুক্রবার রাতের দিকে ১৯ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের নীচে বর্ধমান-আরামবাগ রোডের তেলিপুকুর মোড়ে নাকা তল্লাশি করার সময় একটি চারচাকা গাড়ির ডিকি খুলতেই টাকা ভর্তি কয়েকটি ব্যাগ নজরে আসে পুলিশের।গাড়ির আরোহীরা পুলিশকে এত টাকার কোন সঠিক তথ্য দিতে পারে নি।গাড়িতে চালক ও দু’জন মহিলা সহ মোট পাঁচ জন যাত্রী ছিল। পুলিশ গাড়ির দু’জন মহিলা সহ তিনজন আরোহীকে জিজ্ঞাসাবাদের জন্য বর্ধমান থানায় নিয়ে যায়। চারচাকা গাড়িটি বর্ধমান আরামবাগ রোড ধরে তেলিপুকুর হয়ে বর্ধমান শহরে ঢুকছিল। ডিএসপি ট্রাফিক (২) রাকেশ চৌধুরী গতকাল জানিয়েছিলেন,গাড়ি থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে নাকা চেকিংয়ের সময়। জিজ্ঞাসাবাদের পর গোটা বিষয়টি পরিস্কার হবে। পরে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, ধৃতের নাম অচিন্ত্য কুমার যশ।তিনি রাইস মিল মালিক।তার কাছ থেকে ৪০ লক্ষ টাকা পাওয়া গেছে। ধৃত অচিন্ত্য কুমার যশকে শনিবার বর্ধমান আদালতে তোলা হয়। জানা গেছে চারচাকা গাড়ির আরোহীদের বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকায় বেশ কয়েকটি রাইসমিল আছে।পাশাপাশি তাদের বর্ধমান শহরে বহুজাতিক সংস্থার একটি পোষাকের শোরুমও আছে। এতো নগদ টাকা কেন গাড়ির ডিকিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল,সেবিষয়ে আরও জিঙ্গাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।
গাড়ির ডিকি থেকে নগদ ৪০ লাখ টাকা উদ্ধার,গ্রেফতার ব্যবসায়ী
RELATED ARTICLES