নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: ভাগীরথীতে নেমে মোবাইলে ছবি তোলার খেসারত। অসাবধানতায় তলিয়ে গেল দুই ছাত্র। এদের মধ্যে এক জন কলেজ পড়ুয়া, অন্যজন একাদশ শ্রেণীর ছাত্র। নিখোঁজ অভিষেক সিং ও দীপঙ্কর মুখোপাধ্যায় বর্ধমান শহরের বাসিন্দা। অভিষেক সিং কাটোয়ার পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। দীপঙ্কর অভিষেকের বন্ধু। সোমবার দুপুর একটা নাগাদ কাটোয়ার দেবরাজ ঘাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাগীরথীতে স্নানে নেমে দুজন মোবাইলে ছবি তুলছিল। ছবি তুলতে গিয়ে অসাবধনাতায় দুজনেই তলিয়ে যায়। পাড়ে দাঁড়ানো বন্ধুরা চিৎকার করেও কিছু করতে পারেনি। নিখোঁজ ছাত্রদের বন্ধু সত্যম ঘোষ নামে এক ছাত্র জানান, যখন ওরা তলিয়ে যাচ্ছে আমি চিৎকার করেছিলাম কাউকে পাইনি। শেষে থানায় যাই। জলে নেমে ছবি তোলার কথা অন্য বন্ধুরা স্বীকারও করে। তাদের সঙ্গে কথা বলে জানা গেল, কাটোয়া পলিটেকনিক কলেজ থেকে ৫ ছাত্র কাটোয়ার ভাগীরথীর ঘাটে স্নান করতে নেমেছিল। অভিষেক সিং ও দীপঙ্কর মুখোপাধ্যায় জলের মধ্যে নেমে মজা করছিল। আর সেই ছবি তুলছিল তাদের বন্ধুরা। হঠাৎ করেই দুই বন্ধু জলের মধ্যে তলিয়ে যায়। কাটোয়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে উদ্ধারের কাজ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত দুজনকেই পাওয়া যায়নি। অন্ধকার নামায় তল্লাশি প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, জায়গাটি খুবই গভীর। না দেখেশুনে জলে নেমে মজা করার মাশুল দিল ২ ছাত্র।
কাটোয়ার ভাগীরথীতে তলিয়ে গেল ২ ছাত্র
RELATED ARTICLES