নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা আবেগের একটি দিন। পবিত্র এই দিনটিতে ভাইদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বোনেরা তাদের কপালে ফোঁটা দেয়।এই আচার বাঙালির একটি উৎসবেরও দিন বটে। তবে এই দিনটি আদিবাসী সমাজের মধ্যে পালনের রেওয়াজ সচরাচর নেই। তবুও আদিবাসী সমাজের অনেককেই ভাইফোঁটার দিনটি উপভোগ করতে আগ্রহী হতে দেখা যায়। পূর্ব বর্ধমান জেলার আদিবাসী অধ্যুষিত এলাকা বলে পরিচিত আউশগ্রাম। বুধবার আউশগ্রামের জালিকাঁদর গ্রামে আদিবাসী সম্প্রদায়ের বোনেদের কাছে ভাইফোঁটা নিলেন চলচিত্র জগতের উঠতি এক অভিনেতা সঞ্জু ওরফে আফজল রহমান। এদিন জালিকাঁদর গ্রামে এনিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ৩৫ জন আদিবাসী সম্প্রদায়ের মেয়ে সঞ্জুকে ফোঁটা দেন। সঞ্জু বোনেদের হাতে উপহার তুলে দেন। তিনি বলেন,” সমাজের বিভিন্ন স্তরের মানুষ রয়েছে। তাদের মধ্যে আচার আচরণে হয়তো কিছু ফারাক রয়েছে। কিন্তু মনের দিক থেকে সবাই মানুষ। মানুষে মানুষে কোনও ভেদ নেই।”
আদিবাসী মেয়েদের কাছে ভাইফোঁটা নিলেন অভিনেতা আফজল রহমান
RELATED ARTICLES