নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ পুজো দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হল পূর্ব বর্ধমানের ভাতারে। শোকের ছায়া এলাকায় ।মৃতদের নাম আশুতোষ মালিক(২৭) ও সুজন বাগদি (১৮) ।বাড়ি ভাতারের শিলাকোট গ্রামে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ভাতারের কামারপাড়া বড়াচৌমাথা রোডের কোড়াপাড়া সংলগ্ন এলাকায়। জানা যায় ভাতারের শিলাকোট গ্রামের বাসিন্দা সুজন ও আশুতোষ পরিযায়ী শ্রমিক। গুজরাটে সোনার গহনা প্রস্তুতকারক সংস্থায় কাজ করতেন।মাসখানেক আগে পুজো উপলক্ষে বাড়িতে এসেছিলেন তারা। ভিন রাজ্যে কাজে যাওয়ার জন্য প্রস্তুতি চলছিল। মঙ্গলবার রাতে আউসগ্রামের বড়া গ্রামে পুজো দেখতে গিয়েছিলেন দু’জনে। বাড়ি ফেরার পথে ভাতারের কোড়াপাড়া সংলগ্ন এলাকায় মর্মান্তিক বাইক দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে তাদের বাইকটি। স্থানীয় মানুষজন তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বুধবার মৃতদেহের ময়না তদন্ত হয় বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে।
বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু পূর্ব বর্ধমানের ভাতারে
RELATED ARTICLES