নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়ায় ক্রমশ বাড়েছে অপরাধ প্রবণতা। সেই কারণেই অপরাধ প্রবণতা কমাতে এবার বাঁকুড়া শহরে প্রবেশের মূল প্রবেশদ্বার ধলডাঙ্গায় করা হলো ট্রাফিক হেড কোয়ার্টার্স কন্ট্রোল রুম। যেখানে সব সময় থাকবে সিসিটিভি নজরদারি। থাকবে স্পিড লিমিট ক্যামেরা সহ অত্যাধুনিক যন্ত্রপাতি। মোতায়েন থাকবে ডিএসপি ট্রাফিক ও দুইজন ইন্সপেক্টর ব্যাংকের ট্রাফিক পুলিশ আধিকারিক।আজ বাঁকুড়ার প্রবেশ পথ ধলডাঙ্গায় এই ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন করেন আই জি পশ্চিমাঞ্চল ভরতলাল মিনা, উপস্থিত ছিলেন বাঁকুড়ার পুলিশ সুপার ভৈরব তিওয়ারী ও অন্যরা।
অপরাধ কমাতে উদ্বোধন হলো ট্রাফিক হেড কোয়ার্টার্স
RELATED ARTICLES