নিজস্ব সংবাদদাতা,বর্ধমান: বিভিন্ন কোম্পানীর ৫২টি মোবাইল সহ ২ জনকে গ্রেফতার করলো বর্ধমান জিআরপি। জিআরপি সূত্রে জানা গেছে,ধৃত মহম্মদ মনিরুল ও আসরাফুল আলমের বাড়ি মালদার কালিয়াচকে। সোমবার ভোরে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর ফুট ওভারব্রীজের উপর মনিরুল ও আসরাফুলকে দুটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন কর্তব্যরত জিআরপি কর্মীরা। সন্দেহ হওয়ায় তাঁরা ২ জনকেই জিজ্ঞাসাবাদ করেন। তল্লাশিতে আসরাফুলের কাছে থাকা ব্যাগ থেকে ৩০ টি ও মনিরুলের কাছে থাকা ব্যাগ থেকে ২২ টি বিভিন্ন কোম্পানির মোট ৫২ টি মোবাইল উদ্ধার হয়। পরে উদ্ধার হওয়া মোবাইলগুলির প্রমাণসাপেক্ষ কাগজপত্র দেখতে চাইলে দেখাতে না পারায় জিআরপি তাদের গ্রেপ্তার করে। ধৃত ২ জনকেই ৩ দিনের পুলিশী হেফাজতের আবেদন করে সোমবার বর্ধমান আদালতে তোলা হয়। কি উদ্দেশ্যে কোথা থেকে কোথায় এই মোবাইল নিয়ে যাওয়া হচ্ছিলো তার তদন্ত শুরু করেছে জিআরপি।
৫২টি মোবাইল উদ্ধার,গ্রেপ্তার ২ বর্ধমানে
RELATED ARTICLES