নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সরকারি কাজের ক্ষেত্রে কাঠমানি তোলাবাজ। শস্য বীজ পাচার ও বিক্রির অভিযোগ। আবাস যোজনা, ১০০ দিনের প্রকল্পের দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি বিজেপির। জোর করে বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি নেতৃত্বের, উত্তেজনা, বিডিও কে হুমকি বিধায়কের। সরকারি দানাশস্য বীজ বিলি বন্টনের ক্ষেত্রে স্বজন পোষণ, পাচার ও বিক্রি করার অভিযোগ। এর পাশাপাশি সরকারি কাজের ক্ষেত্রে টিকা সংস্থার কাছ থেকে কাঠমানি তোলাবাজি নেওয়ার অভিযোগ বিজেপির। আজ বাঁকুড়ার ওন্দা বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি ছিল ব্লক বিজেপির, আর এই কর্মসূচি ঘিরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বিডিও অফিস চত্বরে।ওন্দা বাজার এলাকা থেকে মিছিল করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ও ওন্দার বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে মিছিল পৌঁছায় বিডিও অফিসের মুখে।বিডিও অফিসে ঢুকতে গেলে বন্ধ থাকা গেটে সামনে মোতায়েন থাকা পুলিশের বাঁধায় আটকে পড়ে মিছিল। পরে পুলিশের সঙ্গে এক প্রস্থ ধাক্কাধাক্কি হয়। সেখানেই বিডিওকে গেট না খুললে গেটে তালা লাগিয়ে দেওয়ার হুমকি দেন বিধায়ক। পরে জয়েন ভিডিও সঙ্গে দেখা করে সেখানেও হুমকি সুরে কথা বলতে দেখা যায় বিজেপি বিধায়ককে। পরে অবশ্য মেন গেটের পাশে থাকা ছোট গেট দিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা বিডিও অফিস চত্বরে প্রবেশ করে বিক্ষোভ কর্মসূচি চালানো শুরু করেন, বিডিও অফিসের ভিতরের চত্বরে বসে পড়ে চলে শ্লোগান সাউটিং।পরে অবশ্য জয়েন্ট বিডিওর হাতেই ডেপুটেশন তুলে দেয় বিজেপির পাঁচ সদস্যরা প্রতিনিধি দল।সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য সেই ঘটনার কোনরকম রাখঢাক করেনি বিজেপি নেতৃত্ব। বিধায়কের দাবি মানুষের জন্য আসা শস্য বীজ মানুষকে না দিয়ে বিক্রি ও পাচার করে দেওয়া হয়েছে। এ কথা জানাতে গেলে গেট বন্ধ করে বিজেপিকে আটকে দেওয়া হয়েছে। সে কারণেই গেটের সামনে সামান্য ঠেলাঠেলি হয়েছে বলেই দাবি বিধায়কের। তার মাইক হাতে করা বক্তব্যের সমর্থনেও জানান বিজেপি বিধায়ক। অবশ্য বিজেপি বিধায়কের করা মন্তব্যের কোনোরকম প্রতিক্রিয়া দিতে চায়নি তৃণমূল নেতৃত্ব। তৃণমূল পরিচালিত ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে যেসব অভিযোগ সরব হয়েছে বিজেপি বিধায়ক তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।
ডেপুটেশন দিতে গিয়ে বিডিওকে হুমকি বিজেপি বিধায়কের
RELATED ARTICLES