নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: ‘আমুল মিষ্টি দই’-এর নির্দিষ্ট ব্যাচের দই বিক্রি বন্ধের নির্দেশিকার পরই মঙ্গলবার জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা যৌথভাবে শহরের বিভিন্ন দোকানে অভিযান করেন। ‘আমুল মিষ্টি দই’-এর একটি নির্দিষ্ট ব্যাচ নাম্বার উল্লেখ করে ওই ব্যাচের দই আপাতত বিক্রি বন্ধের নির্দেশ পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের। জানা গিয়েছে, রায়না ও জামালপুরের দুটি অনুষ্ঠান বাড়ি থেকে খাদ্যে বিষক্রিয়া ছড়ায়।এরপর জেলা স্বাস্থ্য বিভাগ খাদ্যের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়।আমুল কোম্পানির দই থেকে বিষক্রিয়া ছড়ানোর প্রমাণ মেলে। তাই আপাতত জেলার ওই বহুজাতিক কোম্পানির বিভিন্ন যারা ডিস্ট্রিবিউটর আছেন এবং রিটেলার বা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের ওই বহুজাতিক কোম্পানির ব্যাচ নম্বর ‘কেপিভি৩৬৫৩’ এর ব্যাচের দই আপাতত বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়। সোমবার নির্দেশ জারির পরই মঙ্গলবার জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা যৌথভাবে বর্ধমান শহরের বিভিন্ন দোকানগুলিতে যেখানে ওই নামই সংস্থার দই বিক্রি হয় সেই দোকানগুলিতে অভিযান চালায়। ওই দোকানগুলিতে ‘কেপিডি ৩৬৫৩’ ব্যাচ নাম্বারের কোন দই বিক্রি হচ্ছে কিনা।
আমূল মিষ্টি দই বিক্রি হচ্ছে কিনা দেখতে দোকানে দোকানে অভিযান
RELATED ARTICLES