সংবাদদাতা,লাউদোহাঃ কেন্দ্র সরকারের নয়া কর্পোরেট নীতির বিরুদ্ধে,গ্রামীণ এলাকায় নতুন শিল্প স্থাপন এবং স্থানীয় বেকারদের কর্মসংস্থানের দাবিতে রবিবার সরপি মাঠে হল গণ কনভেনশন। এই কনভেনশনে এদিন যোগ দেন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ঝাঁঝরা,সরপি,নবঘনপুর ও তিলাবনি মৌজার প্রায় দেড়শ বেকার যুবক। সন্দীপ ব্যানার্জি, ঘনপতি বাউরীরা জানান, ইসিএলের শ্যামসুন্দরপুর তিলাবনি কোলিয়ারির পাশে নতুন কয়লা খনি তৈরি হচ্ছে। কয়লা উৎপাদনের জন্য বরাদ দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাকে। সেই সংস্থা বাইরে থেকে শ্রমিক এনে কাজ করাচ্ছে। আমাদের দাবি স্থানীয় বেকার যুবকদের কাজে নিয়োগ করতে হবে। এছাড়াও গ্রামীণ এলাকায় নতুন শিল্প স্থাপন এবং সেই শিল্পে কর্মী হিসেবে স্থানীয়দের অগ্রধিকার দেওয়ার দাবিতেই এই কনভেনশন বলে জানান তারা।