Monday, November 25, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গকলকাতা ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় কপালে চোট পেলেন মুখ্যমন্ত্রী

কলকাতা ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় কপালে চোট পেলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ মুখ্যমন্ত্রী গাড়ি দুর্ঘটনায় সামান্য জখম হয়েছেন। সভাস্থল থেকে জিটি রোডে ওঠার মুখে মুখমন্ত্রীর গাড়ির চালক  জোরে ব্রেক দেয়। ঝাকুনীতে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ধাক্কা লাগে। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ি জিটি রোডে ওঠার সময়ে চালক আচমকা জোরে ব্রেক কষেন। তাতে মুখ্যমন্ত্রীর কপাল উইন্ড স্ক্রিনে ঠুকে যায়। তবে খুব জোরে আঘাত লাগেনি বলেই দাবি করেছে পুলিশ। কপালে সামান্য চোট পেয়েছেন। তবে তিনি গাড়ি করে রওনা দেন কলকাতার উদ্দেশ্য। সামনেই লোকসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই দলের সংগঠনকে মজবুত করতে এবং সাধারন মানুষের কাছাকাছি আসতে বিগত নির্বাচনগুলির মতোই এবারও জেলা সফর শুরু করেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুধবার বর্ধমানে গোদার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ছিল। সেখানকার সভা শেষে গাড়িতে কলকাতা ফিরছিলেন। হঠাৎ কোনও কারণে গাড়ির চালককে জোড়ে ব্রেক কষতে হয়। তাতেই ঝাঁকুনিতে মমতা বন্দ্যোপাধ্যায় কপালে সামান্য আঘাত পান বলে জানা গেছে। যদিও এরপর কলকাতার পথে রওনা দেন মুখ্যমন্ত্রী।  উল্লেখ্য,এর আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর জুন মাসে জলপাইগুড়ি থেকে ফিরছিলেন তিনি। সেই সময় তাঁর কপ্টার বিভ্রাট ঘটে। খারাপ আবহাওয়া ছিল সেই সময়। হেলিকপ্টার জরুরি অবতরণের প্রয়োজন হয়। সেবক এয়ারবেসে সেই কপ্টারের জরুরি অবতরণ হয়। আর তা নামার সময়ই পায়ে এবং কোমরে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। টানা চিকিৎসা চলেছে। এরপর আবারও বুধবার বর্ধমান থেকে ফেরার পথে আঘাত পেলেন তিনি।যদিও আঘাত তেমন গুরুতর নয় বলেই জানা গেছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments