Tuesday, September 10, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবর্ধমান থেকে গোগলার সুস্বাস্থ্য কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বর্ধমান থেকে গোগলার সুস্বাস্থ্য কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সার্থক কুমার দে,লাউদোহাঃ বুধবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকায় একটি নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের। সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনটি তৈরি হয়েছে রসিকডাঙ্গা ফুটবল মাঠের পাশে। ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য এদিন সুস্বাস্থ্য কেন্দ্র ভবনে জায়েন্ট স্ক্রিন এর ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানটি দেখতে গোগলা পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য,স্বাস্থ্যকর্মী ও এলাকার মানুষজন। এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, আগে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্র অথবা অন্য এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রে যেতে হতো। এখন থেকে এলাকাতেই স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে, যার ফলে উপকৃত হবে গোগলা এলাকার বাসিন্দারা। সরকারি এক স্বাস্থ্য কর্মী জানান, এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে টিকা,পালস্ পোলিও যেমন দেওয়া হবে তেমনি প্রাথমিক চিকিৎসা পরিষেবাও পাওয়া যাবে। পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদী জানান, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের ৪২ লক্ষ টাকা অনুদানে নতুন ভবনটি তৈরি হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments