নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ কদিন আগেই মাইথনে ডিভিসির উচ্ছেদ অভিযানে স্থানীয়দের প্রতিরোধে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল। শনিবার সেই একই ঘটনা দেখা গেল দুর্গাপুরের ডিটিপিএস এলাকায়। সম্প্রতি,রাষ্ট্রায়ত্ব দামোদর ভ্যালি কর্পোরেশনের দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের কাজ শুরু করেছে। সেই সম্প্রসারণের কাজের জন্য দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সংলগ্ন দামোদর ভ্যালি কর্পোরেশনের জমির ওপর বসবাসকারীদের উচ্ছেদের নোটিশও দেওয়া হয়েছে। সেই উচ্ছেদের নোটিশ পাওয়ার পর থেকেই এখানে আন্দোলনে নেমেছে ভূমি উচ্ছেদ রক্ষা কমিটি। বস্তিবাসীদের দাবি, আগে তাঁদের পুনর্বাসন দিতে হবে তারপরেই সম্প্রসারণের কাজ করা হোক। পুনর্বাসন বিহীন তারা এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এদিন এলাকার মহিলারা দল বেঁধে ডিটিপিএসের পাঁচিল নির্মাণের অংশ ভেঙে দেয় এবং কাজ বন্ধ করে সেখানে থাকা নির্মাণ সামগ্রী জ্বালিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। এই ঘটনায় ডিটিপিএস এর তরফে কোন মন্তব্য করা হয়নি।
ডিটিপিএসের উচ্ছেদের প্রতিবাদে নির্মাণ সামগ্রী জ্বালিয়ে বিক্ষোভ
RELATED ARTICLES