Tuesday, September 10, 2024
Google search engine
HomeUncategorizedখনি দুর্ঘটনায় মৃত পরিবারকে তৃণমূলের সাহায্য

খনি দুর্ঘটনায় মৃত পরিবারকে তৃণমূলের সাহায্য

সার্থক কুমার দে, লাউদোহা : খনি দুর্ঘটনায় মৃত পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল নেতৃত্ব । শুক্রবার প্রজাতন্ত্র দিবসের দিন মৃত পরিবারের সদস্যদের দলের পক্ষ থেকে দেওয়া হল সাহায্য । উল্লেখ্য ২০২২ সালের ২৬ শে জানুয়ারি মাধাইপুর খোলা মুখ খনিতে ভোর বেলায় জ্বালানির জন্য কয়লা আনতে গিয়ে চাল চাপা পড়ে মৃত্যু হয় এলাকার একই পরিবারের চারজনের । এদিন মাধাইপুর কোলিয়ারী তৃণমূল কার্যালয়ে ওই পরিবারটির সদস্যদের দলের পক্ষ থেকে দেওয়া হয় নতুন কাপড়, পোশাক, শীতবস্ত্র, মিষ্টির প্যাকেট ও আনাজ পাতি সহ রেশন সামগ্রী । উপহার গুলি তাদের হাতে তুলে দেন দলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ । উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি সহ অন্যরা । গৌতম ঘোষ জানান মৃত পরিবারটিকে সেই সময় আর্থিক সাহায্য করেছিলেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । দল সর্বদা ওই পরিবারটির পাশে রয়েছে বলে জানান গৌতম বাবু ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments