সংবাদদাতা,অন্ডালঃ উখরা ফুটবল একাডেমি পরিচালিত তিন দিনের সাব জুনিয়র অনুর্ধ ১৩ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো উখড়া পূজারী ফুটবল কোচিং ক্যাম্প। সোমবার উখড়া স্কুল মাঠে ফাইনাল খেলায় তারা পরাজিত করে আয়োজক উখড়া ফুটবল কোচিং ক্যাম্পকে। নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকে। কোন দলই নির্ধারিত সময়ের খেলাতে গোল করতে পারেনি। টাই ব্রেকারে উখরা ফুটবল একাডেমিকে ৩ – ৫ গোলের ব্যবধানে পরাজিত করে পূজারী ফুটবল কোচিং ক্যাম্প দল। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় জয়ী দলের সুমন্ত বাউরী। একই দলের শেখ ইমরান নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এদিন খেলা শুরুর আগে মাঠ চত্বরে উখড়া ফুটবল কোচিং ক্যাম্পের একটি নতুন সাজঘরের উদ্বোধন করা হয়।