সাথী প্রামানিক,পুরুলিয়া,৫ ফেব্রুয়ারি: প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাধ্যমিক দিচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কোলের খেরোয়াল হেমব্রম। বাঁ পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে জঙ্গলমহলের আড়ষা ব্লকের সিরকাবাদ হাই স্কুলের ওই ছাত্র। তার পরীক্ষা কেন্দ্র স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠ। বিশেষ অনুমতিতে পরীক্ষা কেন্দ্রের হোস্টেলে থেকে পরীক্ষা দিচ্ছে সে। লক্ষ্য স্থির থাকলে প্রতিবন্ধকতা যে কোনো বাধা নয়, তার বড় প্রমাণ অযোধ্যা পাহাড় কোলের খেরোয়াল হেমব্রম। সেই লক্ষ্যে অবিচল থেকে জীবনের বড় পরীক্ষা দিচ্ছে ওই পরীক্ষার্থী। নিত্যদিন নিজের জীবনের সাথে লড়াই চালিয়ে আজ হাতের বদলে পায়ে লিখেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আড়ষা ব্লকের কলাবনি গ্রামের বিশেষভাবে সক্ষম খেরোয়াল হেমব্রম। অযোধ্যা পাহাড়ের কোলে থাকা আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রাম কলাবনি। এই গ্রাম থেকেই সিরকাবাদ উচ্চ বিদ্যালয়ে গিয়ে পড়াশুনা করেছে খেরোয়াল। মাধ্যমিকে সাফল্যের লক্ষ্যে প্রতিনিয়ত নিজের জীবনের সাথে লড়াই করেই রাজ্যের প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর মতোই সেও মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আড়ষা ব্লক প্রশাসনের উদ্যোগে পরীক্ষা কেন্দ্র স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠের হোস্টেলে পৌঁছে দেওয়া হয়েছে। এই হোস্টেলে থেকেই খেরোয়াল মাধ্যমিক পরীক্ষা দেবে। পরীক্ষা কেন্দ্রে তার জন্য ৪৫ মিনিট আলাদা সময় দেওয়া হয়েছে। যাতে কোন অসুবিধা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। খেরোয়ালের বাবা অজিত হেমব্রম বলেন, “জন্মের কয়েক দিন পরই অসুখে আক্রান্ত হয়েছিল। পরবর্তীকালে চিকিৎসা করিয়েও স্বাভাবিক হয় নি দুটি হাত। এছাড়া পরিষ্কারভাবে কথা বলতেও পারে না ছেলে। এই অবস্থায় ও পড়াশোনা করছে। স্কুলের শিক্ষকরাও খুব সাহায্য করছেন। কোনও রাইটার ছাড়াই পায়ে করে পরীক্ষা ভালই দিচ্ছে।”
বাঁ পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আড়ষার খেরোয়াল হেমব্রম
RELATED ARTICLES