বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এসবিএসটিসি) দুটি নতুন টার্মিনাল ও ১৫টি রুটে পরিবেশবান্ধব সিএনজি বাস পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা থেকে ভার্চ্যুয়ালি বাস পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এসবিএসটিসির সদর দপ্তর দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে নতুন বাসগুলির উদ্বোধন হয়। এখানে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পন্নোবালম,সংসার চেয়ারম্যান সুভাষ মন্ডল,পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অনান্যরা। পূর্ব মেদিনীপুরের বেলদা ও বাঁকুড়ার ঝিলিমিলি এই দুই জায়গায় এসবিএসটিসির নতুন দুটি বাস টার্মিনালের উদ্বোধন করা হয়। এছাড়া ঝাড়গ্রাম – পুরুলিয়া,ঝাড়গ্রাম – বর্ধমান,মানবাজার – মালদা,মানবাজার – দুর্গাপুর,পুরুলিয়া – কাটোয়া সহ মোট ১৫টি রুটে নতুন সিএনজি বাস পরিষেবার উদ্বোধন হয়। এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল বলেন, “প্রত্যন্ত গ্রামের সঙ্গে শহরের যোগাযোগের সুব্যবস্থার কথা মাথায় রেখে এই নতুন রুটগুলি চালু করা হয়েছে। আগামী গ্রীষ্মের সময় বেশি করে এসি বাস চালানোর পরিকল্পনা আছে। এছাড়া আসানসোলের কালাপাহাড়ি এলাকার ডিপো থেকে ছোট বাস চালু করা হবে। কালাপাহাড়ি থেকে আসানসোল হয়ে বার্ণপুর,রানিগঞ্জ,দুর্গাপুর এইসব রুটে বাস চালানো হবে”।
এসবিএসটিসির নতুন টার্মিনাল ও বাস রুটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
RELATED ARTICLES