নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ আধার কার্ডে বাতিল হওয়া বাসিন্দাদের পাশে দাঁড়ালেন বিধায়ক। সোমবার পূর্ব বর্ধমানের জামালপুরের জুতিহাটি গ্রামে যান তিনি। যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের বাড়ি বাড়ি যান জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। তিনি তাদের আশ্বস্ত করেন। এক আধজনের নয় প্রায় ৬০ জনের কাছে আধার নিক্রিয় করার চিঠি পৌঁছেছে। এতেই কপালে ভাঁজ পড়েছে স্থানীয় বাসিন্দাদের। আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে গত কয়েকদিন ধরে ডাকযোগে এমন চিঠি পেয়েছেন জামালপুর ব্লকের বহু বাসিন্দা। জামালপুর ব্লকের জৌগ্রাম,আবুজহাটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে ডাকযোগে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইণ্ডিয়া (ইউআইডিএআই) এর রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরে এই ব্লকের আবুজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জুতিহাটি গ্রামের প্রায় ৫০ জন এমন চিঠি পেয়েছেন। জৌগ্রামের অনেকের কাছেও এই চিঠি এসেছে। কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বুঝতে পারছেন না। এমনকি তাঁদের রেশন,ব্যাঙ্কের লেনদেন সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে গিয়েছে বলেও জানান তাঁরা। এই বিষয়ে বিধায়ক অলোক কুমার মাঝি বলেন,ভয়ের কিছু নেই। রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আগেই বলেছেন কারো আধার কার্ড বাতিল হবে না। সুতরাং সব ঠিক হয়ে যাবে।
আধার কার্ড বাতিল হওয়া বাসিন্দাদের পাশে তৃণমূল বিধায়ক
RELATED ARTICLES