নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ জানা গেছে, ১০০ দিনের বকেয়া টাকা না পাবার অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের রায়ান গ্রামের প্রাক্তন প্রধানের বাড়ি ঘেরাও করেন গ্রামের কয়েকজন মহিলা। তারা উত্তেজিত হয়ে নানা অভিযোগ করতে থাকেন। এই নিয়ে পুলিশে অভিযোগ জানানো হয়। বিক্ষোভকারী কাকলি দাস, কুলসুমা শেখের অভিযোগ, তাদের কাজ করার পর বকেয়া টাকা আজও পাননি। এজন্য প্রাক্তন প্রধানের বাড়ি ঘেরাও করেছেন তারা। অবিলম্বে টাকা দিতে হবে। এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রাক্তন প্রধান আলমগির হাসান।তার কথায়, ৯৮ সাল থেকে এই অঞ্চলে তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করে এসেছেন। গ্রামের মানুষ তার সাক্ষী৷ যাদের হারিয়ে তিনি দলকে ক্ষমতায় এনেছিলেন তারাই এখন দলে এসে নেতা হয়ে বসেছে। তারাই মানুষকে উস্কে এই কাজ করিয়েছে। তার অভিযোগ অঞ্চল সভাপতি জামালের এটা দেখা উচিত। মালেক নামে দলের অন্য গোষ্ঠীর নেতার নামেও অভিযোগ প্রাক্তন প্রধানের। অন্যদিকে অঞ্চল সভাপতি জামাল জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।বকেয়া টাকা দেবার ব্যবস্থা হচ্ছে। কেউ বাদ পড়ে গিয়ে থাকলে সেটা দেখা হবে। এই অঞ্চলে দলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট। এই ঘটনা তারই প্রকাশ।
গরিব মানুষকে ভুল বুঝিয়ে বিক্ষোভ সংগঠিত করার অভিযোগ শাসক দলেরই নেতাদের বিরুদ্ধে
RELATED ARTICLES