নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বিটুমিনাসের সঙ্গে বর্জ্য-প্লাস্টিক মেশানোর সঙ্গে থার্মো-প্লাস্টিকের নীল রং এর রাস্তা তৈরি করা হল পূর্ব বর্ধমানের মেমারিতে। মঙ্গলবার মেমারি ২ নম্বর ব্লকের সাতগেছিয়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় নীল রাস্তার উদ্বোধন হয়। জেলার মাধবডিহির উচালনের পরে নীল রাস্তা তৈরি করল আইএসজিপি মেমারিতে। বিটুমিনাসের সঙ্গে বর্জ্য-প্লাস্টিক মিশিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। তার সঙ্গে থার্মো-প্লাস্টিকের নীল রং,রাসায়নিক মিশিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। মেমারি ২ নম্বর ব্লকের রায়বাটি গ্রামের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের কাছে ১৫০ মিটার রাস্তার রং নীল হয়েছে। মেমারি ২ নম্বর পঞ্চায়েত সমিতি রাজ্যের পঞ্চম অর্থ কমিশন থেকে ওই রাস্তার জন্য প্রায় ১০ লক্ষ টাকা খরচ করেছে।এ ধরনের রাস্তায় বিটুমিনাসের সঙ্গে ৬% প্লাস্টিক বর্জ্য মেশানো হয়। তাপ-বিকিরণ কম হবে এবং মরীচিকাও রাস্তায় থাকবে না।মেমারির রাস্তার জন্যে ২৪০ কেজি প্লাস্টিক লেগেছে বলে জানা গেছে। আইএসজিপি সেলের উদ্যোগে রাজ্য অর্থ কমিশনে অনুকূল্যে সাতগেছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়বাটি এস এল ডব্লিএম প্রজেক্টে যাওয়ার জন্য ৩৫০ মিটার নীল রাস্তা তৈরির জন্য খরচ হয় প্রায় ৯ লক্ষ ৯৫ হাজার টাকা। এই রাস্তার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই এক অন্য নজির। গোটা রাজ্যে বিভিন্ন পঞ্চায়েত এলাকাকে পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে এই প্রকল্প গড়ে তুলছে। যেখানে ফেলে দেওয়া সমস্ত বর্জ্যের পুনরায় ব্যবহারের কাজ চলে। এছাড়াও বর্জ্য প্লাস্টিক পুনরায় ব্যবহার করে রাস্তা তৈরীর কাজে লাগানো হয়েছে। গোটা দেশের মধ্যে এই রাস্তা তৈরি করে প্রথম নজির সৃষ্টি করে পূর্ব বর্ধমানের রায়নার উচলনে। এরপর মেমারি ২ নম্বর ব্লকের সাতগেছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এই রাস্তা নির্মাণ হল। যা দেশের মধ্যে দ্বিতীয় নজির। বিশেষজ্ঞদের মতে এই রাস্তা অন্যান্য পিচ রাস্তার তুলনায় বিশেষ সুবিধা যুক্ত হবে।
দেশের মধ্যে দ্বিতীয় নজির,নীল রাস্তার উদ্বোধন মেমারীতে
RELATED ARTICLES