সংবাদদাতা,অন্ডালঃ শনিবার উখরা গ্রামে শুরু হল দু’দিনের খোলসে বাবা উৎসব। পুজোর পাশাপাশি উৎসবে রয়েছে লোকগীতি,বাউল,কীর্তন সহ একাধিক ধার্মিক অনুষ্ঠান ও নারায়ণ সেবার আয়োজন। জনশ্রুতি রয়েছে প্রায় ২৮০-২৯০ বছর আগে উত্তর প্রদেশ থেকে একজন শিখ সম্প্রদায়ের সাধক সাধনার জন্য উখড়া গ্রামে আসেন। গ্রামের শেষ প্রান্তে ইচ্ছাপুর যাওয়ার রাস্তায় বামুনি শ্মশানের পাশে কুঠির তৈরি করে তিনি সেখানে থাকতেন । এই জায়গাটিকেই তিনি সাধনা স্থল হিসেবে বেছে নেন। এখানেই তিনি কঠোর সাধনার করে সিদ্ধিলাভ করেন বলে কথিত আছে। সাধক ছিলেন শিখ খালসা সম্প্রদয়ের। সেই কারণে পরবর্তীকালে জায়গাটি খোলসে বাবাজি তলা নামে পরিচিতি লাভ করে। দেহ রাখার পর ভক্তরা জায়গাটিতে মন্দির নির্মাণ করে প্রতিবছর মাঘি পূর্ণিমাতে উৎসবের আয়োজন শুরু করেন। কয়েক বছর আগে গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে খোলসে বাবাজি তলায় একটি মুক্ত মঞ্চ তৈরি করে দেওয়া হয়। সম্প্রতি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ মন্দির চত্বরে সীমানা পাঁচিলের পাশাপাশি প্রবেশ তোরণ নির্মাণ করেছে। নিত্য পূজার পাশাপাশি মাঘী পূর্ণিমাতে উৎসবের আয়োজন করা হয়। শনিবার উৎসবের সূচনা হলো, রবিবার শেষ হবে বলে জানান আয়োজকেরা।