নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ লোকসভা নির্বাচনের মুখে ফের জঙ্গলমহলের বাঁকুড়া,পুরুলিয়া ও ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ভাবে খবর ফেব্রুয়ারির ২৮ তারিখ তিনি বাঁকুড়ায় সরকারি জনসভা করবেন। সরকারি ওই সভাস্থল থেকেই তিনি প্রদান করবেন বিভিন্ন সরকারি পরিসেবা। জানা গেছে,২৭ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় পৌঁছাবেন। সেখানে সরকারি সভা করে ওইদিনই তিনি বাঁকুড়ায় যাবেন। বাঁকুড়া শহরের সার্কিট হাউসে রাত্রিবাস করে পরের দিন বাঁকুড়ার খাতড়া এলাকায় থাকা খড়বন মাঠে সরকারি সভায় যোগ দেবেন তিনি। সেই সভা থেকে লক্ষীর ভান্ডার,সবুজসাথী,খাদ্য সাথী,কন্যাশ্রী,শিক্ষাশ্রী,যুবশ্রী,মানবিক সহ বিভিন্ন সরকারি পরিসেবা উপভোক্তাদের হাতে তুলে দেবেন। উদ্বোধন ও শিলান্যাস করবেন একাধিক প্রকল্পের। এক বছর পর বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া দোরগোড়ায় লোকসভা নির্বাচন। স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রত্যাশায় বুক বাঁধছে জঙ্গলমহলের মানুষজন। খাতড়া শহর সংলগ্ন খড়বন মাঠ পরিদর্শণে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি,জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী, খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়,এসডিপিও অভিষেক যাদব সহ জেলা প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
লোকসভা নির্বাচনের মুখে ফের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী
RELATED ARTICLES