নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ সোমবার বিকেলে বর্ধমান কার্জনগেটের কাছে বিজেপির কর্মসূচি বেশ নাটকীয় রূপ নেয়। গত তিনদিন ধরে মহিলা মোর্চার ধর্না চলছে। আজ ছিল তৃতীয় দিন। এদিন কয়েকজন কর্মী নিজেরাই নানা চরিত্র সেজে ছিলেন। চরিত্রগুলি হল শেখ সাজাহান,পুলিশ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দেখানো হয় ৪৮ দিন ধরে সন্দেশখালির মানুষ প্রতিবাদে মুখর। কিন্তু,সাজাহান দিব্যি লুকিয়ে আছেন স্নেহের ছায়ায়। এরপর নাটকের শেষে একসময় মানুষ প্রতিবাদে সরব হয়ে ওঠেন। তারা সাজাহানকে তাড়া করেন। মারের ভঙ্গি করেন। জুতো মারেন। জেলা মহিলা মোর্চার সহ সভাপতি নুপুর ব্যানার্জি নিজেই মমতা বন্দোপাধ্যায় সেজেছিলেন। তিনি বলেন, ‘সন্দেশখালিতে মেয়েরা বলছে তারা সাজাহানকে খুঁজে দেবে। কিন্তু পুলিশ নিষ্ক্রিয়৷ মমতা চাইছেন না সাজাহান ধরা পড়ুক’। সংগঠনের জেলা সভানেত্রী রাখী মল্লিক বলেন, ‘সন্দেশখালি জ্বলছে। মমতা টিভিতে রিয়েলিটি শোতে যাচ্ছেন। পুলিশ, মন্ত্রী সবাই মিথ্যে বলছে। আমরা এই নাটকের মধ্য দিয়ে অরাজকতার প্রতিবাদ করলাম’।
অভিনয়ের মাধ্যমে সন্দেশখালির ঘটনার নিন্দা বিজেপির
RELATED ARTICLES