Sunday, December 15, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গজঙ্গলমহল সফরে মমতা,পাখির চোখ লোকসভা নির্বাচন

জঙ্গলমহল সফরে মমতা,পাখির চোখ লোকসভা নির্বাচন

সাথী প্রামানিক,পুরুলিয়া,২৬ ফেব্রুয়ারিঃ  জঙ্গলমহলের তিন জেলা পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় তিনি পুরুলিয়ায় পৌঁছবেন। পুরুলিয়া শহরের কাছে শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। মিনি নবান্ন সঙ্গে থাকবে। প্রশাসনিক জনসভার মঞ্চ থেকে পুরুলিয়ায় ‘পথশ্রী তিন’ প্রকল্পে প্রায় তিন হাজার কোটি টাকার রাস্তার সূচনা করার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। পুরুলিয়ায় জনসভার মঞ্চ থেকে জেলার একাধিক ব্লকের বেশ কিছু রাস্তার সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও একাধিক চেকড্যামের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পগুলির সূচনা ও উদ্বোধন চূড়ান্ত হয়েছে। ৪৩০ টি প্রকল্পে প্রস্তাবিত অর্থ ব্যয় হয়েছে ৩৬২ কোটি ৩০ লক্ষ টাকা। এছাড়া ২৮১ টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন সভা মঞ্চ থেকে। যার ব্যয় ধরা হয়েছে ৩৯৯৯ কোটি ৬২ কোটি টাকা। এছাড়াও জানা গিয়েছে, প্রায় ৬০ জনকে ওই মঞ্চ থেকেই বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করবেন মূখ্যমন্ত্রী।তবে লোকসভা নির্বাচনের আগে মমতার এই সফর রাজনৈতিকভাবেও বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জঙ্গলমহলের এই তিন জেলার চারটি লোকসভা কেন্দ্রই বর্তমানে বিজেপির দখলে রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে আসনগুলি ছিনিয়ে নিতে মরিয়া রাজ্যের শাসক দল। তাই এই সফরে তৃণমূল নেত্রী বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডঙ্কা বাজিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের অধিকাংশ আসনেই জিতেছিল বিজেপি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে কিছুটা জমি পুনর্দখল করতে সক্ষম হয় তৃণমূল। কিন্তু তারপরও এই তিন জেলায় তৃণমূলের থেকে বেশি আসন যায় বিজেপির দখলে। পুরুলিয়া,বাঁকুড়া এবং ঝাড়গ্রাম মিলিয়ে ২৫টি আসনের মধ্যে ১১টিতে জিতেছিল তৃণমূল, আর ১৪টিতে রয়েছেন বিজেপির বিধায়ক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments