নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বুধবার খাতড়া শহর সংলগ্ন খড়বন মোড়ের মাঠে সরকারী পরিষেবা প্রদান কর্মসূচীতে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার সভা সেরে আকাশ পথেই বাঁকুড়ায় এসে পৌছলেন। স্টেডিয়ামের অস্থায়ী হেলিপ্যাড থেকে বাঁকুড়া সার্কিট হাউস যাওয়ার রাস্তায় পায়ে হেটে জনসংযোগ এর পাশাপাশি বাঁকুড়ার বিখ্যাত জাগ্রত ভৈরবস্থান মন্দিরে মুখ্যমন্ত্রী প্রণাম করলেন, মা ভৈরবীকে ধুপ ও দেখালেন।ঢাকিদের সঙ্গে ঢাকের কাঠি হাতে নিয়ে ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী। আজ সার্কিট হাউসে রাত্রীবাস করার কথা। দীর্ঘক্ষন মুখ্যমন্ত্রীর অপেক্ষায় ছিলেন বাঁকুড়ার মানুষ। লক্ষীর ভাঁড় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে অপেক্ষায় মহিলারা। শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে দিদিকে বরণ করে নিতে প্রস্তুত সকলেই বাঁকুড়া স্টেডিয়ামের বাইরে উপচে পড়ে ভিড়। আগামীকাল হেলিকপ্টার যোগেই খাতড়ায় পৌঁছাবেন তিনি। আর সেই কারণেই খড়বন সভাস্থলের পাশেই তৈরী হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফর ঘিরে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিক স্তরেও। গত ৩-৪ দিন আগে থেকেই খড়বন সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখতে দফায় দফায় সভাস্থল পরিদর্শন করছেন জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। খাতড়ার সভাস্থলের শেষ মুহূর্তের প্রস্তুতি কাজ চলছে। মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষের দিকে। সভা মঞ্চের ঠিক পেছনেই তৈরি করা হচ্ছে এক বিরাট লক্ষ্মীর ভাঁড়।আজ সভাস্থল পরিদর্শন করেন বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি ও তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। তিনি জানান প্রস্তুতি জোরদার চলছে, রেকর্ড সংখ্যক জমায়েত হবে মুখ্যমন্ত্রীর সভায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী সম্প্রতি মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করায় মহিলাদের উৎসাহ আরো বেড়েছে,তাদের উপস্থিতি থাকবে চোখে পড়ার মতো।
বাঁকুড়া জেলা সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
RELATED ARTICLES