নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ প্রাতঃভবনে বেরিয়ে সাত সকালেই মৃত্যু হল এক পথচারীর। বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়া তারাপুর মোড়ের কাছে সোমবার সকাল ছটা নাগাদ ঘটে পথ দুর্ঘটনা। মৃত বছর ৭৫ বাদল নাথ প্রতিদিনের মতো আজ সকালেও বেরিয়েছিলেন প্রাতঃভবনে। সে সময় পিছন দিক থেকে আসা একটি ডাম্পার থাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে গুরুতর ভাবে আহত হন। স্থানীয়দের প্রচেষ্টায় তাকে মেজিয়া ব্লক প্রথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর ঘটনায় আঁচ গিয়ে পড়ে জাতীয় সড়কে। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন। বিক্ষোভকারীদের দাবি দিনের পর দিন জতীয় সড়কের এই অংশে পথ দুর্ঘটনা বাড়লেও পথ দুর্ঘটনায় এড়াতে কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। বেপরোয়া ডাম্পার ও লরি চলাচল ঘুম কেড়েছে এলাকার মানুষের। লরি সংগঠনগুলির বিরুদ্ধেই ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ।
বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু প্রাতঃভ্রমণকারীর
RELATED ARTICLES