নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জলে ডুবে অসুস্থ হয়ে পড়া এক রোগীকে এদিন সকালে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের টালবাহানায় তাঁর চিকিৎসা শুরু হয়নি বলে অভিযোগ। পরে বছর ৭২ এর ফণিভূষণ মন্ডল নামের ওই রোগীর মৃত্যু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যান সিমলাপাল থানার কাঁসাচরা গ্রামের বাসিন্দা বছর বাহাত্তরের ফণিভূষণ মন্ডল। বেশ কিছুক্ষণ পরে তাঁকে উদ্ধার করে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান পরিবারের লোকজন। পরিবারের দাবী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের দেখা মেলেনি। মেলেনি চিকিৎসাও। ঘন্টা খানেক পরে বিনা চিকিৎসায় হাসপাতালেই মৃত্যু হয় ওই রোগীর। এরপরই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অভিযোগ উড়িয়ে দাবী করেছেন ওই রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল।
বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা বাঁকুড়ার সিমলাপাল ব্লক হাসপাতালে
RELATED ARTICLES