নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: ভোট প্রচারে আদিবাসীদের সাথে মেতে উঠলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সোমবার সকালে বিষ্ণুপুর লোকসভার বেলিয়াতোড়ের বেনাচাপড়া আদিবাসী অধ্যুষিত গ্রামে হাজির হন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। সেখানে আদিবাসী মানুষদের সাথে নিয়ে জাহের থানে পুজো দেন তিনি। এরপরেই আদিবাসীদের সাথে ধামসা মাদলের তালে তাল মিলিয়ে নৃত্যে সামিল হন। আদিবাসীদের সাথে নৃত্যের মাধ্যমে জনসংযোগ এর কাজটাও সেরে নিলেন সুজাতা। বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার সেরে এক আদিবাসী পরিবারের দাওয়ায় বসে মুড়ি খেতে খেতে গল্প করতেও দেখা গেল সুজাতা মন্ডলকে।
আদিবাসী গ্রামে জাহের থানে পুজো দিয়ে নৃত্যে মেতে জনসংযোগ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের
RELATED ARTICLES