সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৮ মার্চ: কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ। এই মুহূর্তে নিতুরিয়ায়, কয়লা উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ করেছেন স্থানীয়রা।পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকের অন্তর্গত কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা অর্থাৎ ইসিএল কর্তৃপক্ষের দুব্বেশ্বরী কোলিয়ারি অবস্থিত রয়েছে। কোলিয়ারি কর্তৃপক্ষ নিতুরিয়া ব্লকের অন্তর্গত বারুইপাড়া ভামুরিয়া ও বড়া গ্রামের একাধিক ব্যক্তির জমিতে বিনা অনুমতিতে কয়লা উত্তোলন শুরু করেছে। অথচ সাধারণ মানুষের কাছে ই সি এল কর্তৃপক্ষ জমি রেজিস্ট্রি না করে এই কাজ করছে বলে অভিযোগ। না তাদের জমিতে কয়লা উত্তোলন করার জন্য কোন অর্থ দেওয়া হয়েছে,এক রকম সাধারণ মানুষের জমি জুলুম করে ব্যবহার করছে কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ জমি মালিক ও স্থানীয়দের। এই বিষয়ে তারা একাধিকবার ইসিএল কর্তৃপক্ষকে লিখিত এবং মৌখিক আকারে জানালেও কোন ফল হয়নি। এই নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ রয়েছেন এলাকাবাসী। আজ আন্দোলনে নামতে তারা বাধ্য হয়েছে এমনটাই জানাচ্ছেন বিক্ষোভকারীরা।
ক্ষতিপূরণের দাবিতে ই সি এলের বিরুদ্ধে বিক্ষোভ নিতুড়িয়ায়
RELATED ARTICLES