নিজস্ব সংবাদদাতা,বর্ধমান,২০ মার্চঃ গত ১০ দিন ধরে রাজ্যের শাসকদল একতরফাভাবেই ভোটের প্রচারে চষে বেড়াচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। এসইউসিআই-এর পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় দুজন প্রার্থী তাঁরাও নিজেদের মত করে প্রচার করলেও আসন্ন লোকসভা নির্বাচনে যুযুধান মূল প্রতিপক্ষ বিজেপি কিংবা কংগ্রেস – সিপিএম কেউই এই জেলায় প্রার্থী ঘোষণা করতে পারেনি। ফলে কার্যতই মুষড়ে পড়ছেন বিরোধী শিবিরের সমর্থকরা। এরই মাঝে বুধবার দিল্লী থেকে বর্ধমান দুর্গাপুর আসনে লড়ার কথা জানিয়ে দিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি বর্ধমানের খণ্ডঘোষের কাপসিট গ্রামের বাসিন্দা কৃষক পরিবারের ছেলে আজাহার মল্লিক। আর তাঁর ঘোষণার পরেই বর্ধমান দুর্গাপুর লোকসভা এলাকায় কোমড় বেঁধে প্রচারে নেমে পড়লেন কংগ্রেস কর্মীরা। এদিনই বর্ধমান ১নং ব্লক কংগ্রেসের নেতা হিলালউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রচার শুরু করা হয়। তিনি জানিয়েছেন, এদিনই দিল্লী থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসাবে আজাহার মল্লিকের নাম জানার পরই তাঁরা জোরকদমে নেমেছেন ভোটের প্রচারে। সঙ্গে চলছে সোস্যাল মিডিয়াতেও প্রচার। যদিও এব্যাপারে খোদ সিপিএম নেতৃত্ব কোনো মুখ খুলতে চাননি। জেলা সিপিএমের নেতারা জানিয়েছেন, আগে অফিসিয়ালি ঘোষণা হোক, তারপর দেখা যাবে। যদিও খোদ আজাহার মল্লিক জানিয়েছেন, সর্বভারতীয় কংগ্রেস হাইকমাণ্ডের নির্দেশে তাঁকে তিনটি কেন্দ্রের নাম জানানো হয়েছিল। যার মধ্যে বালুরঘাট, ডায়মণ্ডহারবার এবং বর্ধমান দুর্গাপুর আসন রয়েছে। তিনি বর্ধমান দুর্গাপুর আসনেই লড়ার কথা জানিয়েছেন। এমনকি খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও তাঁকে এই আসনেই লড়াইয়ে নামার জন্য নির্দেশ দিয়েছেন। আজাহার জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই তিনি দিল্লি থেকে ফিরেই জোরকদমে প্রচারে নামছেন। সিপিএমের সঙ্গে জোটের প্রশ্নে তিনি জানিয়েছেন, সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে লড়াইয়ের জন্য সবুজ সংকেত দিয়েছেন। ফলে জোট হোক বা না হোক কংগ্রেসের টিকিটে তিনি এই আসন থেকেই লড়াই করবেন। উল্লেখ্য, এর আগে আজাহার ছাত্র পরিষদের জেলা এবং প্রদেশের দায়িত্ব সামলেছেন। সামলেছেন প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদও। গত ২০২২ সালের ২৭ অক্টোবর অনলাইন নির্বাচনে সর্বাধিক ভোটে জয়ী হয়ে প্রদেশ যুব সভাপতির দায়িত্ব পান। এবার জাতীয় কংগ্রেসের হয়ে বর্ধমান দুর্গাপুর আসনের প্রার্থী তিনি। দিল্লী থেকে আজাহার জানিয়েছেন, বিনা লড়াইয়ে তিনি তৃণমূল বা বিজেপিকে এই আসন ছিনিয়ে নিতে দেবেন না। তাঁর প্রচারে থাকবে অভিনবত্ব। আজাহারের দাবী, তাঁর হয়ে দুর্গাপুরে প্রিয়াংকা গান্ধী এবং বর্ধমানে রাহুল গান্ধী নির্বাচনী সভা করবেন। এছাড়াও থাকবেন সর্বভারতীয় কংগ্রেসের একাধিক নেতাও। এমনকি ক্রিকেটার আজাহারউদ্দিনও একদিন তাঁর হয়ে প্রচারে আসবেন বলে জানিয়েছেন।
জোট হোক বা না হোক বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী আজাহার
RELATED ARTICLES