নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ একটি নির্মীয়মান বাড়ির কাগজপত্র নেই এই অভিযোগ পেয়ে অভিযান করলেন পুর প্রধান। তিন দিনের মধ্যে কাগজপত্র না দেখাতে পারলে বাড়ি ভাঙার আইনি প্রক্রিয়া শুরু হবে জানিয়ে দিলেন তিনি। ঘটনাস্থল বর্ধমান পুরসভার ১৬ নং ওয়ার্ডের সদরঘাট এলাকায় পুরাতন বাজারে। একটি সঙ্কীর্ণ গলির মধ্যে ওই দুতলা বাড়ির কাজ চলছে। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার জানান, গতকালই তিনি অভিযোগ পান। আজ পুলিশকে নিয়ে জায়গাটি দেখে গেলেন। তার কথায়, ‘জায়গাটি সরকারি বলে অভিযোগ পেয়েছি। আজ ঢালাই চলছে। তবু মালিক এখানে নেই। নোটিশ দিয়ে কাগজপত্র দেখাতে বলা হবে। যদি না দেখাতে পারেন তবে বাড়ি ভাঙার কাজ শুরু হবে’। এই বাড়ির কাছেই কাউন্সিলর নাড়ু ভকতের বাড়ি। যদিও তিনি অন্য ওয়ার্ডের কাউন্সিলর। তার ভাইপো তথা অভিযোগকারী পাপ্পু ভকত জানান,ওরা আমার কাছে এসেছিল। আমি পুরসভার অনুমোদন নিতে বলেছিলাম। ওরা অনুমোদন ছাড়াই কাজ করছে সরকারি জায়গায়। বাড়ির মালিকের মা জানান,তারা অনেকদিন ধরেই এখানে বাস করেন। সারা জীবন ধরে টাকা জমিয়ে এই বাড়ি করছেন। অভিযোগকারী সহ সবাইকে জানিয়ে ঘর করছেন। তবে কেন ওরা অভিযোগ করছে তা বুঝতে পারছেন না। চেয়ারম্যান জানান,গোটা শহরে বেআইনি নির্মাণের একটা চক্র চলছে। ছুটির দিনগুলো ওরা কাজে লাগায়। তবে তিনি যথাসাধ্য তা আটকাতে চান। কারণ ফোঁস করা দরকার। তবে এক্ষেত্রেও অভিযুক্ত একটা প্রমাণ করার সুযোগ পাবেন। এ ব্যাপারে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র দাবি করেন,‘শহর জুড়ে অবৈধ নির্মাণ চলছে। এর জন্য শাসকদলের নেতাদের বড় অংকের উৎকোচ দিতে হয়। এই বাড়িটি তৈরি হল কীভাবে। কেই বা অনুমোদন দিলেন? কাউন্সিলর কী জানেন না?’
বেআইনি নির্মাণের চক্র চলছে,আটকাতে চান বর্ধমানের পুর প্রধান
RELATED ARTICLES