নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৭ দফা নির্বাচনের বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন আগামী ২৫ শে মে হওয়ার কথা। সেই মতো চলছে দেওয়াল লিখন সহ বিভিন্ন দলের মিটিং মিছিল প্রচার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু আবার নির্বাচন করতে প্রতিদিনই নিয়ম করে জেলার বিভিন্ন প্রান্তে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। কিন্তু মে মাসের গরমে ভোট আর সেটাই ভাবাচ্ছে নির্বাচন কমিশন, প্রশাসনিক আধিকারিক সহ রাজনৈতিক দলের কর্মকর্তাদের। বাঁকুড়া পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে সর্বোচ্চ গরম থাকে রাজ্যের মধ্যে। গতবছর বাঁকুড়ার তাপমাত্রা হারিয়ে দিয়েছিল রাজস্থান কে। সে আশংকাও রয়েছে এমন ভবিষ্যৎবাণী দিচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি, বইবে লু, চলবে তাপপ্রবাহ। ২৫ শে মে এখনো বাকি প্রায় দুমাস। মে মাসের চাঁদি ফাঁটা গরমে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় জেলা বাঁকুড়া। গতকাল জেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ থেকে ১ ডিগ্রি বেড়ে শনিবার বাঁকুড়ার তাপমাত্রা দিয়ে পৌঁছালো ৩৬.৮ ডিগ্রি সেন্টিগ্রেটেড। শুধু তাপমাত্রা বাড়ায় নয় বেড়েছে গুমোট গরম, কারণ বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ অত্যন্ত বেশি। এই কারণেই ঘর্মাক্ত পরিবেশ রাস্তায় বেরোলেই ঘেমে নেয়ে একসা অবস্থা। নিতান্তই দরকার ছাড়া কেউই বার হচ্ছেন না বাড়ির বাইরে। আর সে কারণেই রাস্তায় যারা বার হয়েছেন তারা ভিড় জমাছেন ঠান্ডা পানীয় দোকানে। কোথাও দেখা যাচ্ছে মানুষজনকে আখের রস খেয়ে তৃষ্ণা মেটাতে। কোথাও আবার আইসক্রিমের দোকানে লম্বা লাইন। যারা রাস্তায় বেরিয়েছেন তারা সকলেই ছাতা, রোদ চশমা, মুখে কাপড়ে বাদ্যপান্ত ঢেকে বার হয়েছেন। এক পশলা বৃষ্টির আশায় বুক বাধঁছেন সকলেই। তাপমাত্রা ৩৭ ছুঁই ছুঁই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘমাক্ত পরিবেশে প্রচারে গিয়ে পড়তে হচ্ছে সমস্যায়।ভোট বড় বালাই, তা বলে থেমে নেই ভোট প্রচার।চড়া রোদ উপেক্ষা করেই প্রচার করতে হচ্ছে ডান বাম গেরুয়া সব প্রার্থীকেই। এদিন চড়া রোদের মধ্যেই বাঁকুড়ার তালডাংরা এলাকার হুড় খোলা গাড়িতে বিভিন্ন গ্রামে ঘুরে প্রচার সারলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তবে রোদে প্রচার করতে গিয়ে মাঝেমধ্যেই তাকে খেতে হচ্ছে পানীয় জল। তোয়ালা দিয়ে বারে বারে মুছতে হচ্ছে মুখে চোখে গড়িয়ে আসা ঘাম সেটা ছবিতে প্রষ্ট। কষ্ট হলেও মুখে সেটা মানতে নারাজ বিজেপি প্রার্থী। তার দাবি কিসের কষ্ট, মানুষই তো ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন, জল আনছেন শরবত করে খাওয়াচ্ছেন। এখন শুধু প্রচার আর প্রচার ও সব ভাবার সময় নেই। বাড়ছে উত্তাপ তার সঙ্গে রয়েছে ভোটের উত্তাপ, কষ্ট হলেও গড়াতে থাকা ঘাম মুছতে মুছতে প্রচারে বাম প্রার্থী। তাপমাত্রা ৩৭ ছুই ছুই, তার মধ্যেও প্রচারে খামতি নেই। চড়া রোদ, সূর্য মাথায় নিয়ে প্রচারে শামিল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হীড়বাঁধ ব্লকের হীড়বাঁধ মোলিয়ান সহ বিভিন্ন এলাকার চষে বেড়ানো তিনি। প্রচারের মাঝেমধ্যেই মাথা থেকে গড়িয়ে আসা ঘাম মুছতে দেখা গেল প্রার্থীকে। বললেন গরম নির্বাচন, প্রাথী হিসেবে আমাকে যেতেই হবে মানুষের কাছে কারন আমরা দায়বদ্ধ। কিন্তু কষ্ট হচ্ছে কর্মীদের, তাতেও কিছু করার নেই। প্রচার চালিয়ে যেতেই হবে। তার মধ্যেই মানুষজন জল এগিয়ে দিচ্ছেন যেখানেই যাচ্ছেন, এটাই একটা ভালো দিক। খাবারের মেনুতেও কাটছাট করা হয়েছে সকালে খেয়ে ফেলেছেন পান্তা ভাত প্রচার সেরে দুপুরের বেলায় কেউ খাচ্ছেন মুড়ি শসা কুচি কেউ আবার ডাবের জল কপালেবুর জুস সঙ্গে থাকতে ওআরএস এর প্যাকেট কিন্তু এখনো প্রায় দুমাস পাখি নির্বাচনের দিন আসবে যত এগিয়ে আসবে নির্বাচন ততই বাড়বে গরম মে মাসের ২৫ তারিখ পর্যন্ত প্রচার কি একইভাবে চালিয়ে যেতে পারবেন প্রার্থীরা এখন সেদিকেই তাকিয়ে সকলেই।
তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি, তীব্র গরমেও ভোট প্রচারে ব্যস্ত ডান বাম গেরুয়া সব প্রার্থী
RELATED ARTICLES