Saturday, July 27, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গগানে গানে ভোটারদের সচেতন করতে রাস্তায় বাউল শিল্পী

গানে গানে ভোটারদের সচেতন করতে রাস্তায় বাউল শিল্পী

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: হাতে একটি একতারা, কাঁধে একটি কোল ডুগ্বি ও ছোটো সাউন্ড সিস্টেম তা নিয়েই বাঁকুড়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াবেন বছর পঞ্চান্নের এক বাউল শিল্পী । জেলার মাচানতলা, তামলিবাঁধ পুলিশ লাইন, রাসতলা, নতুনচটি কলেজমোড় ঘুরে বাউল গানের সুরে ভোটারদের সচেতনতার বার্তা দিতে হাজির বাউল শিল্পী স্বপন দত্ত বাউল। তাঁর বাউল গানের লিরিক্সে রয়েছে ভোটারদের মধ্যে উৎসাহ দানের বার্তা। নিজের কথা ও বাউল সুরে ভোট হোক শান্তিপূর্ন ও অবাধ এমন বার্তা শিল্পীর। নিজের উদ্যোগে এইভাবেই রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে বাঁকুড়ায় এসে সচেতনতার বার্তা দিয়ে চলেছেন পথে পথে রাষ্ট্রপতি সম্মানিত বাউল শিল্পী স্বপন দত্ত বাউল। আসন্ন ২০২৪ লোক সভা ভোটের ৭ দফায় দিনক্ষন স্থির হয়ে গেছে আগেই। দিকে দিকে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাজনৈতিক দল গুলি দেওয়াল লিখনে ও নির্বাচন প্রচারে ব্যাস্ত। অপরদিকে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বেড় এলাকার বাসিন্দা বাউল শিল্পী স্বপন দত্ত বাউল সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বেরিয়ে পড়ছেন নিজের উদ্যোগেই। একতারা হাতে নেমে পড়ছেন গলি খুচি রাজপথ সহ সর্বোত্ত, নিঃস্বার্থ ভাবে বিনা পারিশ্রমিকে ভোট দান নিয়ে মানুষকে সচেতন করতে। স্বরচিত নিজের সুরে সহজিয়া বাউল গানে বলছেন “নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট কোরো না। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ কেউ কোরো না”।আবার বলছেন “নির্ভয় ভোট দাও, ভোট নষ্ট করো না, ভোট নষ্ট হলে, ভোটার কার্ডের কোন দাম থাকবে না”।কখনো বলছেন “সকাল সকাল ভোট দাও, ভীড় তখন হবে না, নির্বাচন কমিশন বারবার বলে, ভোটার কার্ড আনবে সকলে।” পূর্ব বর্ধমান,জমালপুর ,গুষকরা, নদিয়া জেলার মায়াপুর,নবদ্বীপ , হুগলী জেলার তারকেশ্বর সহ বিভিন্ন জায়গায় করেছেন প্রচার। শুধুমাত্র কে ভোট দিতে মানুষকে উৎসাহ দিয়েছেন সচেতন করছেন এমনটা না, এর আগে করোনা পরিস্থিতিতে মানুষের কি করা উচিত কি করা উচিত নয় তাও তিনি প্রচার করেছেন বাউল গানের মাধ্যমে। এর পাশাপাশি কন্যা ভুল হত্যা, বাল্যবিবাহ রোধ, নারী শিক্ষা, স্কুল ছুট বন্ধ মিড ডে মিলের ভূমিকা,ডাইনী পথা রোধ, সামাজিক বিভিন্ন কুসংস্কার বিরুদ্ধে বাউল গানে প্রচার করেছেন তিনি । প্রচারের মাঝেই
স্বপন বাউলের দাবী ভোট এলেই দেখেছি অনেক জায়গায় শান্তি ভঙ্গ হয়, তাই সুস্থ ও অবাধ ভোটের লক্ষ্যেই তার এই উদ্যোগ। শুধু সাধারন মানুষকে নয়, সবকটি রাজনৈতিক দলকেও তিনি সচেতন করতে চান ভোট দানে রক্তক্ষয় বন্ধ করতে। এ আগেও বিভিন্ন সামাজিক প্রচারে প্রশংসিত হয়েছেন তিনি। তার এই নিঃস্বার্থ প্রচার দাঁড়িয়ে শুনছে সাধারন মানুষজন, জানিয়েছে কুর্নিশ। স্থানীয় মানুষজনের দাবি তার এই প্রাচারে কিছুটা হলেও যদি ভোটে হিংসা কম হয়, তবেই আসল দাম পাবে বাউল শিল্পী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments